ডবলিউডবলিডবলিউ ডাউরি ক্যালুলেটর ডট কম ওয়েবসাইটেই ধার্য হয় বিয়ে করতে যাওয়া পুরুষের বাজার মূল্য ৷ কেন্দ্রীয় গৃহমন্ত্রালয় ও প্রযুক্তিমন্ত্রালয়ের সঙ্গে কথা বলেই ঠিক হবে বিষয়টির বিরুদ্ধে পদক্ষেপ করবে কেন্দ্রীয় সরকার ৷ কী ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটাও দেখে নেওয়া হবে ৷ সংশ্লিষ্ট বিভাগের দফতরে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়েছে ৷ এই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷
advertisement
পণ দেওয়া ও নেওয়া দুইই সমান অপরাধ তাই এই অপরাধকে কঠোর হাতে দমন করতেই এমন পদক্ষেপের চিন্তা ভাবনা করছে কেন্দ্র ৷ সংশ্লিষ্ট ওয়েবসাইট বন্ধের পথেই হাঁটছে কেন্দ্রীয় সরকার ৷ পণপ্রথার বাড়বাড়ন্ত রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র ৷
ডাউরি ক্যালকুলেট ওয়েবসাইটে পুরুষের সমস্ত বিবরণ দেওয়া থাকে যেমন বরের নাম, বয়স, জাতি, পেশা ইত্যাদির মাধ্যমে অনুমান করা হয় সেই পাত্র কতখানি বরপণ পেতে পারে ৷ ধার্য হয় তাদের বাজার মূল্য ৷
এর বিরুদ্ধে সরব হয়েছে , গর্জে উঠেছেন মহিলারা ৷ বেশ কিছু মহিলাদের থেকে জানতে পারা গিয়েছে শুধুই এই ওয়েবসাইট বন্ধ করলেই হবে না ৷ জন সচেতনতা গড়ে না তুললে এর বিরুদ্ধে লড়া সম্ভব নয় বলেই তাঁদের মত ৷ সমান্তরাল ভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষকে সচেতন হতে হবে বলে তাঁরা মনে করছেন ৷