গত মাসেই বিদেশমন্ত্রকের তরফ থেকে সিবিআই ও ইডির সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছে ৷ বৈঠকে প্রশ্ন উঠেছে এতদিনেও কেন কোনও পদক্ষেপ করছে না কেন ? যেখানে তাঁর পাসপোর্ট বাতিল করা হয়েছে ৷ দেশের দুই তদন্তকারী সংস্থার জবাবদিহির সম্মুখীন হতে হয়েছে ৷
তবে শুধুই পাসপোর্ট বাতিল করলেই বিদেশে গা ঢাকা দিয়ে থাকা অপরাধীকে ধরা সম্ভব নয় ৷ যতক্ষণ না ইন্টারপোলের মাধ্যমে রেডকর্নার নোটিশ জারি করা হয় ততক্ষণ দাগি আসামীদের ধরতে পারা সম্ভব নয় ৷
advertisement
এবার ইন্টারপোলের মাধ্যমে রেডকর্নার নোটিশ জারির পথে হাঁটবে সিবিআই, ইডি আরও একটি রাস্তা আছে কোথায় গা-ঢাকা দিয়ে আছেন নীরব মোদি সেটি খুঁজে বের করে প্রত্যাপর্ণের প্রচেষ্টার মাধ্যমেও এগোতে পারে ভারত সরকার ৷ এর জন্য ইউরোপের সাহায্য় নেবে কেন্দ্র সেই মর্মেই লেখা হয়েছে চিঠি ৷
আরও পড়ুন : শুধুই রাষ্ট্রপতি বা তাঁর স্ত্রীই দেবদর্শনে হেনস্থার শিকার নন, তালিকায় অনেক হাই প্রোফাইল