বেপরোয়া ড্রাইভিং ও অপরাধ ঠেকাতে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল ২৭৪টি সিসি ক্যামেরা। দশ মাস আগে পরিবহণ দফতরের উদ্যোগে ক্যামেরাগুলি বসানো হয়েছিল শহরের গুরুত্বপূর্ণ ৫০-টি জায়গায়। কিন্তু মাস ঘুরতেই অবস্থা সঙ্গীন। ক্যামেরার ভয়ে যান-বাহনের বেপরোয়া গতিতে রাশ টানা গেলেও, এখনও পর্যন্ত অপরাধ কমাতে ব্যর্থ পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি কার্যত স্বীকার করেছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি অভিষেক মোদি জানিয়েছেন, কন্ট্রোলরুমের অভাবে অপরাধীদের নাগাল পাওয়া যাচ্ছে না।
advertisement
ক্যামেরা সারাইয়ের পাশাপাশি প্রশাসনের দাবি, এডিডিএ'র উদ্যোগে আগামী দিনে আরও ৫০০-টি সিসি ক্যামেরা বসানো হবে। একইসঙ্গে নজরদারির জন্য তৈরি হবে কন্ট্রোলরুম।
দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, নিউজ এইটিন বাংলা।।।
Location :
First Published :
August 10, 2018 1:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুরে একাধিক জায়গায় অচল সিসি ক্যামেরা ! নিরাপত্তার ফস্কা গেড়োয় বিরক্ত শহরবাসী