সুপ্রিম কোর্টের নির্দেশে এবার গৃহহীন হতে চলেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা। একটি স্বেচ্ছাসেবী সংস্থার করা জনস্বার্থ মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির একটি বেঞ্চ নির্দেশ দিয়েছে ৷
প্রাক্তন মুখ্যমন্ত্রীরা আর জীবনভর সরকারি বাসভবন দখল করে থাকতে পারবেন না। ২ মাসের মধ্যে তাঁদের ওই বাড়ি ছাড়তে হবে।রাজ্যপাল, প্রধান বিচারপতি বা কেন্দ্রীয় মন্ত্রীদের মতো সাংবিধানিক পদের অধিকারীরাও এই অধিকার পান না। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে কখনই রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর তুলনা টানা যায় না।
advertisement
Location :
First Published :
August 03, 2016 4:37 PM IST