অন্যদিকে, এবারে ভারত পদক ট্যালিতে প্রবেশ করে যে অলিম্পিয়ানের হাত ধরে তিনিও স্থাপন করেছেন বেশ কিছু কীর্তি ৷ প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন হরিয়ানার সাক্ষী মালিক ৷ ব্রোঞ্জ ও সিলভার মেডেলের পর এবার ভারতবাসীর চাহিদা শুধু একটা সোনার ৷
Location :
First Published :
August 20, 2016 1:24 PM IST