TRENDING:

ব্রোঞ্জ-রূপো দুই হল, এবার চাই সোনা

Last Updated:

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও একটুর জন্য হাতছাড়া হল সোনা ৷ স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে রূপো জিতলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও একটুর জন্য হাতছাড়া হল সোনা ৷ স্পেনের ক্যারোলিনা মারিনের কাছে হেরে রূপো জিতলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ৷ একই সঙ্গে স্থাপন করলেন বেশ কয়েকটি রেকর্ড  ৷ প্রথম ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার হিসাবে ফাইনাল খেললেন সিন্ধু ৷ একই সঙ্গে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে জিতলেন রৌপ্য পদক ৷ উল্লেখ্য, রিও-ই ছিল সিন্ধু প্রথম অলিম্পিক ৷
advertisement

অন্যদিকে, এবারে ভারত পদক ট্যালিতে প্রবেশ করে যে অলিম্পিয়ানের হাত ধরে তিনিও স্থাপন করেছেন বেশ কিছু কীর্তি ৷ প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ব্যক্তিগত বিভাগে  ব্রোঞ্জ জিতেছেন হরিয়ানার সাক্ষী মালিক ৷ ব্রোঞ্জ ও সিলভার মেডেলের পর এবার ভারতবাসীর চাহিদা শুধু একটা সোনার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কার্টুন কর্নার/
ব্রোঞ্জ-রূপো দুই হল, এবার চাই সোনা