সরগরম রাজ্য বিধানসভা ভোট ৷ প্রচারে ব্যস্ত সব দল ৷ তৈয়ারিতে সব্বাই জবরদস্ত৷ কেউ হেঁটে, কেউ গাড়িতে, কেউ বাইকে প্রচারে প্রসারে মত্ত ৷ সিংহাসনে বসবে কোন দল, তা নিয়ে নানা মুনির নানামত ৷ কিন্তু এরই মাঝখানে দিব্য আছেন কিছু মানুষ ৷ যাঁদের কাছে সরকার বদলালেও, প্রাথমিক কোনও বদল ঘটবে না ৷ ঠির যেমন পুলিশ ৷ ঠিক এই কার্টুনের মতন, দেখুন দুম করে বিজেপি-র রাজ্যসভাপতির গাড়ি আটকে দিল পুলিশ ! ঠিক কারণে তা কিন্তু একেবারেই স্পষ্ট নয় ৷ তাহলে কি এর পিছনেও রয়েছে রাজনীতি !