হঠাৎ একটা এসএমএস। অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা লোপাট।
আরও পড়ুন: M Karunanidhi: গভীর সঙ্কটে করুণানিধি, হাসপাতালে ডিএমকে নেতা-কর্মীরা, বাইরে ভিড় উদ্বিগ্ন অনুগামীদের
সম্প্রতি, এ ভাবেই প্রতারণার শিকার হন কানাড়া ব্যাঙ্কের গড়িয়াহাট শাখার বেশ কয়েকজন গ্রাহক। তাঁরা ব্যাঙ্কের পাশাপাশি থানায় গিয়েও অভিযোগ জানান। অবশেষে, মঙ্গলবার প্রতারিতরা টাকা ফেরত পেলেন। কর্তৃপক্ষের দাবি, ৪৫ জন গ্রাহককে প্রায় বারো লক্ষ টাকা ফেরত দেওয়া হল। লোপাট হওয়া টাকা ফেরত পেয়ে গ্রাহকরা খুশি। কিন্তু, তাঁদের এটিএম-আতঙ্ক কাটছে না।
advertisement
আরও পড়ুন: আজ দেশ জুড়ে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে জেলায়
অনেকে তো বলছেন, আপাতত আর এটিএম কার্ডই ব্যবহার করবেন না।
এত গ্রাহক প্রতারিত হওয়ার পরে এখন ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাস, এটিএমে নজরদারি বাড়ানো হবে।
আরও পড়ুন: ধারাল অস্ত্রের কোপ, কাউন্সিলরের হাতে আক্রান্ত মহিলা
গ্রাহকদের কাছে এটিএম এখন এক আতঙ্ক। ব্লক করে দেওয়ার কার্ডের বদলে অনেকেই আর নতুন ডেবিট কার্ড নিতে আগ্রহী নন। একটাই আশঙ্কা.... ফের যদি প্রতারিত হতে হয়।