জোম্যাটো ইনস্ট্যান্ট। বাজারে নতুন এল জোম্যাটোর এই নয়া সংস্করণ। এক ব্লগস্পটে সংস্থার সিইও জানিয়েছেন, গরম খাবার একেবারে চটদলদি সরবরাহ করতেই এই নয়া উদ্যোগ। এ বার থেকে খাবারের অর্ডারের ১০ মিনিটের মধ্যে জোম্যাটো বয় আপনার দরজায় পৌঁছে জাবেন। ভারতে ফুড ডেলিভারি ক্যাটেগোরিতে এ ঘটনা প্রথম।
তবে সব ধরনের খাবার এই ১০ মিনিটের মধ্যে কিন্তু পাওয়া যাবে না। ট্যুইট করে জানানো হয়েছে, কয়েকটি বিশেষ খাবার এই ১০ মিনিটের মধ্যে পরিবেশন করা সম্ভব। মূলত পোহা, ব্রেড-অমলেট, চা, কফি, বিরিয়ানি, মোমো জাতীয় খাবার ১০ মিনিটে পৌঁছে যাবে উপভোক্তার কাছে। পরে আরও একটি ট্যুইটে জানান হয় গ্রাহকের কাছে ১০ মিনিটে পউছে দেওয়া হবে সকলের 'হট ফেভারিট' ম্যাগিও।
সংস্থার সিইও দীপেন্দর গোয়াল জানিয়েছেন, 'আরও বেশি মানুষের কাছে আরও ভাল খাবার' পৌঁছে দিতেই নয়া জোম্যাটো ইনস্ট্যান্ট। সংস্থার দাবি, ৩০ মিনিটের গড় হিসাবে খাবারের ডেলিভারি খুবই ধীর গতির ছিল। এ বার তার জায়গায় এসে গেল ১০ মিনিটে হাতে গরম খাবারের পরিবেশন।