TRENDING:

Zomato’s 10-Minute Delivery Plan|| জোম্যাটো ইনস্ট্যান্ট! বাড়ির দরজায় ১০ মিনিটে কোন কোন খাবার পৌঁছবে জোম্যাটো? রইল তালিকা...

Last Updated:

Zomato’s 10-Minute Delivery Plan: জোম্যাটো ইনস্ট্যান্ট। বাজারে নতুন এল জোম্যাটোর এই নয়া সংস্করণ। এক ব্লগস্পটে সংস্থার সিইও জানিয়েছেন, গরম খাবার একেবারে চটদলদি সরবরাহ করতেই এই নয়া উদ্যোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: খাবার অর্ডার দেওয়ার পর ৩০ মিনিট অপেক্ষার দিন শেষ। সোমবার জোম্যাটোর সিইও দীপেন্দর গোয়েল জানিয়েছেন, এ বার জোম্যাটো মাত্র ১০ মিনিটে সরবরাহ করবে অর্ডার। তবে খাবারের মান ও ডেলিভারি বয়ের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না।
advertisement

জোম্যাটো ইনস্ট্যান্ট। বাজারে নতুন এল জোম্যাটোর এই নয়া সংস্করণ। এক ব্লগস্পটে সংস্থার সিইও জানিয়েছেন, গরম খাবার একেবারে চটদলদি সরবরাহ করতেই এই নয়া উদ্যোগ। এ বার থেকে খাবারের অর্ডারের ১০ মিনিটের মধ্যে জোম্যাটো বয় আপনার দরজায় পৌঁছে জাবেন। ভারতে ফুড ডেলিভারি ক্যাটেগোরিতে এ ঘটনা প্রথম।

advertisement

তবে সব ধরনের খাবার এই ১০ মিনিটের মধ্যে কিন্তু পাওয়া যাবে না। ট্যুইট করে জানানো হয়েছে, কয়েকটি বিশেষ খাবার এই ১০ মিনিটের মধ্যে পরিবেশন করা সম্ভব। মূলত পোহা, ব্রেড-অমলেট, চা, কফি, বিরিয়ানি, মোমো জাতীয় খাবার ১০ মিনিটে পৌঁছে যাবে উপভোক্তার কাছে। পরে আরও একটি ট্যুইটে জানান হয় গ্রাহকের কাছে ১০ মিনিটে পউছে দেওয়া হবে সকলের 'হট ফেভারিট' ম্যাগিও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সংস্থার সিইও দীপেন্দর গোয়াল জানিয়েছেন, 'আরও বেশি মানুষের কাছে আরও ভাল খাবার' পৌঁছে দিতেই নয়া জোম্যাটো ইনস্ট্যান্ট। সংস্থার দাবি, ৩০ মিনিটের গড় হিসাবে খাবারের ডেলিভারি খুবই ধীর গতির ছিল। এ বার তার জায়গায় এসে গেল ১০ মিনিটে হাতে গরম খাবারের পরিবেশন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Zomato’s 10-Minute Delivery Plan|| জোম্যাটো ইনস্ট্যান্ট! বাড়ির দরজায় ১০ মিনিটে কোন কোন খাবার পৌঁছবে জোম্যাটো? রইল তালিকা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল