TRENDING:

আরও ছাঁটাই! এক ধাক্কায় ৫৪১ জন কর্মী ছাঁটল Zomato

Last Updated:

Zomato জানিয়েছে, গুরগাঁওয়ে হেড অফিসে সাপোর্ট টিমে ৫৪১ জনকে ছাঁটা হয়েছে৷ ওই কর্মীদের ২ থেকে ৪ মাসের মাইনে দিয়ে দিচ্ছে সংস্থা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এক ধাক্কায় ৫৪১ জন কর্মীকে ছাঁটাই করল অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম Zomato৷ সংস্থা তাদের গুরগাঁওয়ের হেড অফিসে এই বড় ধরনের ছাঁটাই হয়েছে৷ Zomato এই নিয়ে গত কয়েক মাসে কয়েক দফায় কর্মী ছাঁটল৷
advertisement

Zomato জানিয়েছে, গুরগাঁওয়ে হেড অফিসে সাপোর্ট টিমে ৫৪১ জনকে ছাঁটা হয়েছে৷ ওই কর্মীদের ২ থেকে ৪ মাসের মাইনে দিয়ে দিচ্ছে সংস্থা৷ গত কয়েক মাসে সাপোর্ট টিম কমাচ্ছে জোম্যাটো৷ সাপোর্টে আরও অত্যাধুনিক প্রযুক্তিতে জোর দিচ্ছে তারা৷

সংস্থার দাবি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করে অনেক দ্রুত গ্রাহক সমস্যার সমাধান করা যাচ্ছে। এতে করে সমস্যার পরিমাণও ক্রমে কমছে। গত মার্চ মাসে ১৫ শতাংশ অর্ডারের ক্ষেত্রে সমস্যা নিয়ে সংস্থার দ্বারস্ত হতেন গ্রাহকরা। এখন তা নেমে এসেছে ৭.৫ শতাংশে। এর জন্য তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বেশ কিছু নতুন লোক নিয়োগ করা হচ্ছে। কিন্তু কাজ হারাচ্ছেন সরাসরি অর্ডার নেওয়ার সঙ্গে যুক্ত কর্মীরা।

advertisement

আরও ভিডিও: রেলে ছাঁটাই নয়, ব্যাখ্যা মন্ত্রকের ! দেখুন ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আরও ছাঁটাই! এক ধাক্কায় ৫৪১ জন কর্মী ছাঁটল Zomato