আইপিও-তে ইনভেস্টরদের ১৪০৪০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ এর বদলে সংস্থার ১৯৫টি শেয়ার আপনাকে দেওয়া হবে ৷ এর মাধ্যমে সংস্থা ৯৩৭৫ কোটি টাকা জোগার করার পরিকল্পনা করেছে ৷ গত ৪ বছরে এটা দ্বিতীয় সবচেয়ে বড় আইপিও নিয়ে আসা সংস্থা হয়ে উঠেছে ৷ এর আগে স্টেট ব্যাঙ্ক কার্ড অ্যান্ড পেমেন্ট সার্ভিস ১০,৩৩৫ কোটি টাকা জোগার করেছে ৷
advertisement
জোম্যাটো আইপিও-র প্রাইস ব্র্যান্ড ৭২ থেকে ৭৬ টাকা হতে পারে ৷ এখানে ইনভেস্টরদের ১৯৫টি শেয়ার দেওয়া হবে ৷ একটি লট বুকিং করলে মিলবে ১৯৫টি শেয়ার ৷ দুটি লট বুকিং করলে পেয়ে যাবেন ২৯০টি শেয়ার ৷
আর্থিক বছর ২০২০-তে জোম্যাটোর আয় গত আর্থিক বছরের তুলনায় দ্বিগুণ বেড়ে ২৯৬০ কোটি টাকা হয়েছে ৷ EBITDA লস ২২০০ কোটি টাকার হয়েছে ৷ ফেব্রুয়ারিতে সংস্থা টাইগার গ্লোবাল, কোরা ও অন্যান্য ফার্ম থেকে প্রায় ১৮০০ কোটি টাকার ফান্ড জোগার করেছে ৷ এই ভাবে সংস্থার ভ্যালুয়েশন প্রায় ৪০ হাজার কোটি টাকা হয়ে গিয়েছে ৷
২০০৮ সালে পথ চলা শুরু করে Zomato ৷ রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ৯০০০ কোটি টাকার নতুন শেয়ার জারি করা হবে ৷ সংস্থার শীর্ষ শেয়ার হোল্ডার Info Edge (India) ৩৭৫ কোটি টাকার শেয়ার বিক্রি করবে ৷ জোম্যাটোর পর ৬টি আরও সংস্থার আইপিও মার্কেটে লিস্ট হবে ৷