TRENDING:

জুলাই থেকেই বাড়তে চলেছে মোবাইলের খরচ, কিন্তু কেন ?

Last Updated:

অনেক জিনিসেরই দাম কমলেও মোবাইল পরিষেবার খরচ কিন্তু কমবে না, বরং বাড়বে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  জিও আসার পর থেকেই আমূল বদলে গিয়েছে দেশের মোবাইল নেটওয়ার্ক পরিষেবার চিত্রটা ৷ কারণ একের পর এক দুর্দান্ত অফার পেয়ে দেশে অনেকাংশেই বেড়েছে ৪জি ইন্টারনেট এবং স্মার্ট-ফোন ব্যবহারের পরিমাণ ৷ আগামী ১ জুলাই থেকেই লাগু হতে চলেছে জিএসটি  ৷ এর ফলে অনেক জিনিসেরই দাম কমলেও মোবাইল পরিষেবার খরচ কিন্তু কমবে না, বরং বাড়বে ৷
advertisement

প্রি-পেড এবং পোস্ট-পেড সব ক্ষেত্রেই মোবাইলের খরচ বাড়তে চলেছে ৷ মোবাইল পরিষেবার খরচ বাড়ার পাশাপাশি নতুন মোবাইল হ্যান্ডসেট কিনতেও এবার থেকে বেশি টাকা গুনতে হবে ৷ কল চার্জেস এবং ইন্টারনেট চার্জেসও এর ফলে বাড়তে চলেছে ৷ প্রি-পেডের ক্ষেত্রে টক-টাইম আগের তুলনায় কম পাওয়া যাবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে জিএসটি লাগু হলে মোবাইল ব্যবহারে পণ্য এবং পরিষেবা দু’ক্ষেত্রেই নতুন হারে কর বসতে চলেছে। জিএসটি পর্ষদ যা ঠিক করেছে তাতে মোবাইল ফোন কিনলে তাতে ১২ শতাংশ কর দিতে হবে। সেই সঙ্গে মোবাইল ফোনের বিলে দিতে হবে ১৮ শতাংশ কর। এখন যেটা রয়েছে ১৫ শতাংশ। ৩ শতাংশ কর বাড়ার অর্থ প্রতি এক হাজার টাকায় বাড়তি ৩০ টাকা কর দিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জুলাই থেকেই বাড়তে চলেছে মোবাইলের খরচ, কিন্তু কেন ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল