কিষাণ বিকাশ পত্র দেশের সমস্ত ব্যাঙ্ক ও ডাকঘরে পাওয়া যায় ৷ বর্তমানে এর ম্যাচিউরিটি পিরিয়ড ১২৪ মাস ৷ এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা ইনভেস্ট করতে হয় ৷ অধিকতম ইনভেস্ট করার কোনও লিমিট নেই ৷ এই প্ল্যানটি বিশেষ করে কৃষকদের জন্য তৈরি করা হয়েছিল যাতে তাঁরা লম্বা সময়ের জন্য টাকা সেভিংস করতে পারেন ৷
advertisement
KVP-র জন্য আর্থিক বছর ২০২১-এর জন্য প্রথম ত্রৈমাসিকে সুদের হার ৬.৯ শতাংশ ঠিক করা হয়েছে ৷ এখানে ১২৪ মাসে আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে ৷ আপনি এখানে এককালীন ৫ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে ম্যাচিউরিটিতে ১০ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷
এই স্কিমে আপনাকে কমপক্ষে ১০০০ টাকা ইনভেস্ট করতে হবে ৷ কেভিপি একটি সার্টিফিকেট হিসেবে পাবেন ৷ ১০০০,২০০০,৫০০০, ১০০০০,৫০০০০ টাকার সার্টিফিকেট পাওয়া যায় ৷ এই স্কিমে সরকারের গ্যারেনন্টি থাকে ফলে আপনার টাকা সুরক্ষিত থাকবে ৷
পোস্ট অফিসে নেজের পরিচয় পত্র দিয়ে যেমন আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট দিয়ে আপনি সহজেই এই যোজনায় টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ সিঙ্গল বা জয়েন্ট দু’রকমের অ্যাকাউন্ট খওলার সুবিধা রয়েছে ৷ অভিভাবকরা তাঁদের সন্তানদের নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷