দেশজুড়ে নতুন রেশন কার্ড তৈরির পাশাপাশি পুরনো কার্ডে নাম যুক্ত করা ও ডিলিট করার কাজ চলছে ৷ আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে সাসপেন্ড করে দেওয়া হবে আপনার রেশন কার্ড ৷ রেশন কার্ড লিঙ্ক করার ডেডলাইন ৩১ অগাস্ট রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখন্ড, দিল্লি ও এনসিআর-এ এখনও লিঙ্কিংয়ের কাজ চলছে ৷ বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করানো হলে ব্লক হয়ে যাবে রেশন কার্ড ৷ অনলাইনে সহজেই আধারের সঙ্গে লিঙ্ক করাতে পারবেন রেশন কার্ড ৷ রাজ্য সরকারগুলির তরফে ইতিমধ্যেই আধার ও রেশন লিঙ্ক করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷
advertisement
লিঙ্ক করাতে অসুবিধা হলে 18003456194 বা 1967 টোল ফ্রি নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন ৷ ৩১ অগাস্টের মধ্যে ব্যাঙ্ক বা আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করালে ১ সেপ্টেম্বর থেকে আপনার রেশন আটকাবে না ৷