কীভাবে মিলবে ৪০০০ টাকার সুবিধা ? এরকম অনেক কৃষক আছেন যাঁরা ২০০০ টাকা পায়নি কারণ তাঁরা এই যোজনায় রেজিস্ট্রেশন করানো নেই ৷ ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে ৷ এপ্রিল-জুলাই মাসের কিস্তি জুলাই মাসে পেয়ে যেতে পারেন কৃষকরা ৷ অগাস্টের কিস্তির টাকাও অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা রয়েছে ৷
কী ভাবে করাতে হবে রেজিস্ট্রেশন?
advertisement
১. প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে
২. Farmers Corner অপশনে ক্লিক করতে হবে
৩. এরপর New Farmer Registration অপশনে ক্লিক করতে হবে
৪. নয়া ট্যাব খুলে যাবে ৷ এখানে আধার নম্বর ও ক্যাপচা কোড দিতে হবে
৫. এরপর আপনার নিজের সম্বন্ধে তথ্য ও জমির তথ্য দিতে হবে
৬. সমস্ত তথ্য দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
আপনার কাছে জমির কাগজপত্র থাকতে হবে ৷ এছাড়া আধার কার্ড, আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিকানার প্রমান পত্র, জমির কাগজ পত্র ও পাসপোর্ট সাইজ ছবি লাগবে ৷