TRENDING:

বাড়িতে বা লকারে রাখা সোনা থেকে হতে পারে মোটা আয়, মিলবে ট্যাক্স ছাড়ও

Last Updated:

ভারতীয় নাগরিকরা রিজার্ভ ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৷ গোল্ড এফডি জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যেতে পারে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারণত সোনা ও রুপোর মতো দামি ধাতু বা গয়না বাড়িতে না রেখে লকারেই রেখে থাকেন বেশিরভাগ মানুষ ৷ লকারের থাকলে সেগুলি সুরক্ষিত থাকলেও তার উপরে কোনও সুদ পাওয়া যায় না ৷ তবে সোনা হোক বা রুপো, এদের ভ্যালু বাড়তেই থাকে ৷ ফলে আপনার লাভ হয় ৷ তবে লকারে গয়না রাখার জন্য আপনাকে একটি চার্জ দিতে হয় ৷ কিন্তু এখন আরবিআই-র নির্ধারিত ব্যাঙ্কে সোনা রেখে সুদও পেতে পারেন ৷ পাশাপাশি সোনার মূল্য বাড়ার লাভও পেয়ে যাবেন ৷ এই সুবিধা আপনি আরবিআই গোল্ড মানিটাইজেশন স্কিমে (Gold Monetization Scheme) মিলবে ৷
advertisement

এটা অনেকটা ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের মতো যেখানে অতিরিক্ত সোনা ডিপোজিট করতে পারবেন এবং ম্যাচিউরিটির সময় সুদও পেয়ে যাবেন ৷ গোল্ডের ভ্যালু পাওয়ারও বিকল্প রয়েছে এই স্কিমে যা ম্যাচিউরিটির সময় সোনার বাজার দরের উপর নির্ভর করবে ৷ তবে আপনি সেই দরেই সুদ পাবেন যে দরে সোনা ডিপোজিট করেছিলেন ৷ আপনার সোনা সুরক্ষিত রাখার সম্পূর্ণ দায়িত্ব ব্যাঙ্কের হবে ৷

advertisement

১. গোল্ড এফডি- ভারতীয় নাগরিকরা রিজার্ভ ব্যাঙ্কের এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৷ গোল্ড এফডি জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে খোলা যেতে পারে ৷

২. এখানে গোল্ড বার, কয়েন নেওয়া হয় ৷ সোনার গয়নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে তাতে অন্য কোনও স্টোন বা মেটাল যাতে না থাকে ৷

৩. যে কোনও ইনভেস্টরকে কমপক্ষে ৩০ গ্রাম পর্যন্ত সোনা ডিপোজিট করতে পারবেন ৷ এর জন্য কোনও অধিকতম লিমিট নেই ৷

advertisement

৪. বিনিয়োগকারীর কাছে ১ থেকে ১৫ বছরের সময় সিলেক্ট করার বিকল্প রয়েছে ৷ ১ থেকে ৩ বছরের সময়কে শর্ট টার্ম ব্যাঙ্ক ডিপোজিট বলা হয় (STBD) ৷ ৫ থেকে ৭ বছরের ডিপোজিটকে মিডিয়াম টার্ম গর্ভমেন্ট (MTGD) বলা হয় ৷ ১২ থেকে ১৫ বছরের ডিপোজিটকে লং টার্ম গর্ভমেন্ট ডিপোজিট (LTGD) বলা হয়ে থাকে ৷

advertisement

৫. মিডিয়াম ও লং টার্ম অনুযায়ী ব্যাঙ্ক কেন্দ্র সরকারের তরফে এই ডিপোজিট করা হয় ৷

কত টাকা মিলবে সুদ ?

>>STBD তে ১ বছরের জন্য ০.৫০ শতাংশ বার্ষিক সুদ মিলবে ৷ ১ থেকে ২ বছরের জন্য ০.৫৫ শতাংশ, ২ থেকে ৩ বছরের জন্য ০.৬০ শতাংশ সুদ মিলবে ৷

>>মিডিয়াম ও লং টার্ম গর্ভমেন্ট ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক ২.২৫ শতাংশ সুদ মিলবে ৷

advertisement

>>বিনিয়োগকারীর কাছে সুদ নেওয়ার দুটি অপশন রয়েছে ৷ এক প্রতি বছরের শেষে সুদ তুলে নিতে পারেন বা ম্যাচিউরিটির সময় একবারে গোটা সুদ নেওয়া ৷ ডিপোজিট করার সময় এর মধ্যে একটি অপশন সিলেক্ট করতে হবে ৷

>>প্রিম্যাচিউর উইথড্রয়েলের সুবিধাও রয়েছে ৷ STBF অনুযায়ী, এক বছরের লকইন পিরিয়ড থাকে ৷ এরপর একটি ছোট অঙ্কের পেনাল্টি চার্জ দেওয়ার পর তা তুলে নিতে পারবেন ৷

>>MTGD এর ক্ষেত্রে ৩ বছর পর সুদের উপরে পেনাল্টি দিয়ে তোলা যেতে পারে ৷

>>LTGD এর ক্ষেত্রে ৫ বছর পর সুদের উপর পেনাল্টি দিয়ে তুলে নেওয়া যেতে পারে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই স্কিমে সবচেয়ে বড় সুবিধা হল ক্যাপিটল গেন ট্যাক্স (Capital Gains Tax), ওয়েল্থ বা ইনকাম ট্যাক্সে ছাড় পাওয়া যায় ৷ ডিপোজিট করা সোনার মূল্য বেড়ে গেলেও এর উপর কোনও ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয় না ৷ সুদ থেকে হওয়া আয়ের উপর এটা ধার্য হয় না ৷ ম্যাচিউরিটিতে ডিপোজিটার ঠিক সেই ফর্মেই সোনা পাবেন যে ফর্মে জমা দিয়েছিলেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে বা লকারে রাখা সোনা থেকে হতে পারে মোটা আয়, মিলবে ট্যাক্স ছাড়ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল