TRENDING:

রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখনই জেনে নিন....

Last Updated:

দেখে নিন কীভাবে অনলাইনে আপডেট করবেন ডিলারের নাম-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনার মহামারির জেরে দেশের গরিব মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্র সরকারের তরফে ৷ রেশন কার্ডের মাধ্যমে এমনিতেই বাজার দরের থেকে অনেকটাই সস্তায় রেশন পাওয়া যায় ৷ আগে রেশন কার্ডে কার্ড অ্যালট করা রেশন কেন্দ্র থেকেই কেবল রেশন পাওয়া যেত ৷ কিন্তু এখন আপনি আপনার বাড়ির নিকটবর্তী যে কোনও রেশন কেন্দ্র থেকে রেশন নিতে পারবেন ৷ এর জন্য কেবল আপনাকে ডিলারের ডিটেল আপডেট করতে হবে ৷
advertisement

আপনি পুরনো ডিলারের নাম বদলে নতুন ডিলারের নাম যুক্ত করতে চাইলে খুব সহজেই সেটা করতে পারবেন ৷ আপনি নিজেই অনলাইনে এটা আপডেট করতে পারবেন এবং নিজের সুবিধা মতো ডিলারের থেকে রেশন নিতে পারবেন ৷

দেখে নিন কীভাবে অনলাইনে আপডেট করবেন ডিলারের নাম-

এর জন্য আপনার রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে যেতে হবে  ৷

advertisement

হোম পেজের নীচে একটি অপশন রয়েছে যেখানে লেখা থাকবে রেশনকার্ড হোল্ডার নিজে দোকান সিলেক্ট করুন ৷

এখানে ক্লিক করতেই খুলে যাবে নতুন পেজ ৷

রেশন কার্ড নম্বর-সহ অন্যান্য তথ্য দিতে হবে ৷

সাবমিট করতেই স্ক্রিনে চলে আসবে সমস্ত তথ্য, যেখানে আপনার দোকানদারের নামও দেওয়া থাকবে ৷

আপনি দোকানদারের নাম বদলাতে চাইলে নীচে একটি অপশন দেওয়া থাকবে ৷ এরপর নতুন দোকান সিলেক্ট করার অপশনে ক্লিক করতে হহবে ৷ এখানে ক্লিক করতে একাধিক দোকানদারের লিস্ট দেখাবে এবং তার মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ৷

advertisement

পাশাপাশি আপনাকে ডিলার বদলানোর কারন জানাতে হবে ৷ এরপর ক্লিক করতেই কয়েক মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে ৷ হোম পেজে গিয়ে নিজের ডিটেল দিয়ে যে চেঞ্জ হয়েছে তার প্রিন্ট নিয়ে সাইন করতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নতুন দোকানে রেশন নেওয়ার সময় এই প্রিন্ট দেখাতে হবে ৷ পাশাপাশি আপনার এলাকার ফুড ইন্সপেক্টরের থেকে অ্যাপ্রুভল নিতে হবে ৷ ৬ মাসে কেবল একবার ডিলার বদলাতে পারবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখনই জেনে নিন....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল