এটিএমের দিন শেষ? জল্পনা যাই থাক, আর গুজব যাই ছড়াক। ডেবিট নিয়ে এসবিআইয়ের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন। যা জানা যাচ্ছে, এসবিআইতে ডেবিট কার্ড এখনই উঠছে না ৷ YONO অ্যাপে জোর দেওয়া হচ্ছে ৷ কার্ড জালিয়াতি রুখতেই অ্যাপে জোর দেওয়া ৷
এখনই ডেবিট কার্ড তুলে দিয়ে অ্যাপ বাধ্যতামূলক করা সম্ভব নয়, এসবিআই কর্তারাও তা জানেন। আর তাই এনিয়ে ধাপে ধাপে এগোনোর ভাবনা। এসবিআই চেয়ারম্যান যে বক্তব্য নিয়ে এত জল্পনা, সেখানেই রজনীশ কুমার জানিয়েছিলেন, ডেবিট কার্ড তুলে দিতে চাই। নিশ্চিতভাবেই তা করা সম্ভব। আগামী ৫ বছরে সেই কাজ হতে পারে। এসবিআইয়ের নিজস্ব অ্যাপেই যাবতীয় কাজ হচ্ছে। সেটা অনেক নিরাপদ ৷
advertisement
বারবারই এটিএমে ও ডেবিট কার্ড ব্যবহার করে জালিয়াতির ঘটনা ঘটেছে। এটিএম জালিয়াতি রুখতে ১০০ শতাংশ নিখুঁত কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সেটাও স্বীকার করেছিলেন এসবিআই চেয়ারম্যান।
দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রাহকের হাতে এসবিআই ডেবিট কার্ড। কার্ড বাতিল হলে টাকা তোলা যাবে কীভাবে? এখানেই ইওনো অ্যাপে জোর দেওয়া হচ্ছে ৷
ইওনো কী?
এসবিআইয়ের নিজস্ব অনলাইন ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম
বর্তমানে দেশে ১৮ হাজার ইওনো পয়েন্ট
আগামী ১৮ মাসে তা ১০ লক্ষ করার ভাবনা
আগামী ৫ বছরে ৩৫ লক্ষ ইওনো পয়েন্ট তৈরি করতে চায় এসবিআই
তবে তথ্যপ্রযুক্তি ও মোবাইলে দক্ষ না হলে এই অ্যাপ থেকে টাকা লেনদেন করা কঠিন। সেটা বুঝেই কিছুটা সময় নিতে এগোতে চাইছে এসবিআই। তাছাড়া ইওনো অ্যাপ বাধ্যতামূলক করলেও দেশের সব জায়গায় নেট সংযোগ নিশ্চিত করবে কে? এটাও ভাবাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।
সুতরাং এখনই ডেবিট কার্ড নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। মঙ্গলবার বাজারে চাহিদা বাড়াতে বাড়ি ও গাড়ির ঋণে বাড়তি কিছু সুবিধা ঘোষণা করেছে এসবিআই। সস্তার আবাসনে সুদের হার শুরু মাত্র ৮.৫ শতাংশ থেকে। পড়াশুনার ক্ষেত্রেও অনেকটাই কম সুদে ঋণ মিলবে।