TRENDING:

Coronavirus| প্রচুর চাকরি যেতে পারে! বাঁচার উপায় কী? অর্থনীতিবিদদের পরামর্শ

Last Updated:

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের প্রাক্তন সদস্য শমিকা শুক্লার কথায়, 'আমরা প্রবল অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো উপায় নিয়ে এখনই ভাবনা চিন্তা শুরু করতেই হবে৷ না হলে বিশ্ব অর্থনীতি ছারখার হয়ে যাবে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাস রুখতে অর্থনীতির একাধিক দরজা বন্ধ করছে কেন্দ্র৷ সীমান্তগুলি সম্পূর্ণ বন্ধ৷ আমদানি রফতানি বন্ধ৷ যার নির্যাস, বড়সড় আর্থিক মন্দার কোপে পড়তে চলেছে বিশ্ব, সে বিষয়ে অশনিসঙ্কেত দেখছেন অর্থনীতিবিদরা৷ বহু মানুষ চাকরি হারাতে পারেন৷ এই অবস্থায় বাঁচাতে মানুষের হাতে অর্থ জোগানের উপরেই জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা৷ অবস্থা যে পর্যায়ে যাচ্ছে, তাতে খুব শীঘ্রই প্রবল অর্থকষ্টের সম্মুখীন হবেন বিশ্বের একটা বড় অংশের মানুষ৷
advertisement

অর্থনীতিবিদরা মনে করছেন, এই প্রকোপ থেকে উদ্ধার পেতে হলে ইউনিভার্সাল বেসিক ইনকাম বা বিশ্বব্যাপী নূন্যতম আয় বাড়াতে হবে৷ বিশ্বের তাবড় অর্থনীতিবিদই ইউনিভআর্সাল বেসিক ইনকাম বাড়ানোর উপরে জোর দিচ্ছেন৷ কারণ, এই মুহূর্তে বিশ্বে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের হোম আইসোলেশনে থাকতে হচ্ছে৷ বিশেষ করে যাঁরা প্রতিদিনের আয়ে দিন গুজরান করেন, তাঁদের আয় বন্ধ৷ সে ক্ষেত্রে ইউনিভআর্সাল বেসিক ইনকাম বাড়িয়ে অর্থনীতির এই বিপুল মন্দার সঙ্গে যুঝতে হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা৷

advertisement

advertisement

প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের প্রাক্তন সদস্য শমিকা শুক্লার কথায়, 'আমরা প্রবল অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই ইউনিভার্সাল বেসিক ইনকামের মতো উপায় নিয়ে এখনই ভাবনা চিন্তা শুরু করতেই হবে৷ না হলে বিশ্ব অর্থনীতি ছারখার হয়ে যাবে৷'

ইউনিভার্সাল বেসিক ইনকাম (ইউবিআই)-এর উদাহরণ হল, আমেকিরায় আলাস্কা পারমানেন্ট ফান্ড, ব্রাজিলে দ্য বলসা ফ্যামিলিয়া, তেলঙ্গনায় রয়েছে রাইতু বন্ধু স্কিম৷ রেশনের ক্ষেত্রে আধার-লিঙ্কড ব্যবস্থাকেও খানিকটা ইউবিআই বলা যায়৷

advertisement

ভারতের এক বিশিষ্ট অর্থনীতিবিদ জানাচ্ছেন, করোনা ভাইরাসের জন্য যে সামাজিক দূরত্ব বজায় রাখার পদ্ধতি চলছে, তা কিছু দিন পরেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের কর্মহীনতায় রূপান্তরিত হবে৷ সোজা ভাষায় যাকে বলে, প্রচুর মানুষ চাকরি হারাবেন৷

সিনেমাহল, শপিংমল থেকে শুরু করে সব বন্ধ৷ এর বিরাট আর্থিক ক্ষতির সঙ্গে যুঝতেই হবে বিশ্বকে৷ ভারতও বাদ যাবে না৷ আজ অর্থাত্‍ বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪৭ হয়ে গিয়েছে৷ দেশের বেশির ভাগ রাজ্যেই ঢুকে পড়েছে করোনা৷

advertisement

Moody’s বলছে, করোনা ভাইরাসের মহামারির জেরে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির হার ২.৫ শতাংশের নীচে চলে যাবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Coronavirus| প্রচুর চাকরি যেতে পারে! বাঁচার উপায় কী? অর্থনীতিবিদদের পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল