তবে এই চিরাচরিত ধারণাকে একেবারে উল্টে দিয়েছেন এদেশেরই এক ভিক্ষুক, ভরত জৈন৷ তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭.৫ কোটি টাকা৷ প্রতি মাসে ভিক্ষা করে তাঁর আয় জানলে তাজ্জব বনে যেতে হয়৷ তিনি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক৷ ভরত জৈনের কাহিনী সত্যিই আশ্চর্যজনক৷
আরও পড়ুন: এবার সপ্তাহে মাত্র পাঁচদিন কাজ, ২দিন ছুটি! ব্যাঙ্ক কর্মীদের জন্য বড় খবর
advertisement
ভরতের ভিক্ষাবৃত্তির শুরুর দিকটা এই পেশায় যুক্ত আর পাঁচজনের মতোই৷ অত্যন্ত দরিদ্র পরিবারে তাঁর জন্ম৷ নুন আনতে পান্তা ফুরোয় অবস্থায় লেখাপড়া শিখতে পারেন নি তিনি৷ পেট চালাতে মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করা শুরু করেন৷ সংসারে তাঁর স্ত্রী এবং দুই ছেলের পাশাপাশি আছেন বাবা এবং ভাই৷
ভিক্ষা করেই এখন কোটি টাকার মালিক ভরত জৈন৷ দ্য ইকোনোমিক্স টাইমস্ অনুযায়ী তিনি এই বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক৷ তাঁর মুম্বইয়ে ১.২ কোটি টাকার একটি টুবিএইচকে ফ্ল্যাট রয়েছে৷ পাশাপাশি দুটি দোকানও করছেন তিনি৷ যেখান থেকে মাসিক ভাড়া হিসেবে তিনি পান ৩০,০০০ টাকা৷ ভিক্ষাবৃত্তি থেকেই তাঁর মাসিক আয় ৬০,০০০ থেকে ৭৫০০০ টাকা৷
ভিক্ষাবৃত্তিকে সম্বল করেই তিনি এখন কোটিপতি৷ তবে এত টাকা উপার্জনের পরেও তিনি এখনও এই পেশাতেই আছেন৷ আজও একইভাবেই মুম্বইয়ের রাস্তায় ভিক্ষা করেন কোটিটাকার মালিক ভরত জৈন৷