বিশ্ব বাণিজ্য কেন্দ্র NDITA-র চেয়ারম্যান শ্রী সুশীল মহতা বলেন, “পশ্চিমবঙ্গের MSME-সমূহকে বিশ্বমঞ্চে নিয়ে আসতেই WTC NDITA সক্রিয়ভাবে কাজ করছে।” এই উদ্যোগে বণিক সমিতি, সরকারি মন্ত্রণালয় ও শিল্প সহযোগীরা অংশ নিয়েছে।
advertisement
বিপ্লব মিত্র, পশ্চিমবঙ্গের ভোক্তা বিষয়ক মন্ত্রী, এমএসএমই প্রদর্শনী স্থাপন উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন MSME DI–র সহকারী পরিচালক সৌদীপ পাল, WTC NDITA ও Merlin Group–এর চেয়ারম্যান মহতা, EDCI-র প্রতিষ্ঠাতা সুনজয় নাথ সহ অন্যান্য সংস্থা প্রতিনিধিরা।
বাংলাদেশে প্রায় ৯০ লাখ MSME আছে—যেখানে ২১% এ দেশের MSME, ১.৩৫ কোটি কর্মসংস্থান ও ৩২.৭% নারীদের নেতৃত্বে। সরকার সম্প্রতি ₹১২২৯ কোটি বরাদ্দ দিয়েছে, যা অবকাঠামো, জলবায়ু অভিযোজন, সামাজিক ক্ষমতায়ন ও চা খাতে পুনর্জীবনের দিকে দৃষ্টি দেয়।
WTC NDITA অক্টোবর ২০২৫-এ প্রথমবারের মতো মালয়েশিয়ার Kuala Lumpur–এ Oil & Gas Asia মেলায় ভারতীয় MSME প্রতিনিধিদল পাঠাবে—এখানে ২০ সদস্য অংশ নেবে। এটি MSME-কে আন্তর্জাতিক বাজারে পথ প্রশস্ত করবে।
WTC NDITA প্রদান করবে — ১. গ্লোবাল মার্কেট অ্যাক্সেস: ট্রেড মিশন, রপ্তানিসহ ২. বিনিয়োগ ও বাজার তথ্য: FTA সুবিধা তুলে ধরা ৩. এমএসএমই সক্ষমতা বৃদ্ধি: প্রশিক্ষণ ও ইনকিউবেশন ৪. কৌশলগত সহযোগিতা: বাণিজ্যমেলা, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ
এমনকি গ্লোবাল ভ্যালু চেইনে সংযুক্তি MSME-কে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সংযুক্ত করছে। মহতা আবার বলেন, “যখন MSME এগিয়ে যাবে, তখন দেশও এগিয়ে যাবে।”