১ কোটি টাকা পুরস্কার- এই শো-য়ে যিনি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হবেন তিনি পেয়ে যাবেন ১ কোটি টাকার পুরস্কার ৷ প্রত্যেক রাজ্যের বেস্ট কন্টেন্ট ক্রিয়েটরকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷ এই শো-তে নাচ, গান, অভিনয়, মিমিক্রি, কমেডি ও ইনোভেশন সেকশনে ভিডিও আপলোড করতে পারবেন ৷ দেশের যে কোনও নাগরিক এখানে অংশগ্রহণ করতে পারবেন ৷ এই অ্যাপের কো-
advertisement
ফাউন্ডার সুমিত ঘোষ জানিয়েছেন, দেশের ট্যালেন্টকে সকলের সামনে তুলে ধরা তাদের মূল লক্ষ্য ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করতে হবে ৷ পারফরম্যান্সের উপর নির্ভর করে প্রতিযোগীদের শর্টলিস্ট করা হবে ৷ এর জন্য অ্যাপের মাধ্যমেই লাইভ ভোটিং করা হবে ৷ যিনি জিতবেন তাঁকে Chingari Stars: Talent Ka Mahasangram -এর তরফ থেকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে ৷
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমে Chingari অ্যাপটি ডাউনলোড করুন এবং নিজের একটি প্রোফাইল তৈরি করুন, নিজের ক্যাটাগরি সিলেক্ট করুন ৷ এরপর নিজের ১৫ থেকে ৬০ সেকেন্ডের যে কোনও ভিডিও আপলোড করুন ৷ ভিডিওটি নিজের বন্ধু বা পরিচিতদের মধ্যে শেয়ার করুন, এক্ষেত্রে তাঁদেরও অ্যাপটি ডাউনলোড করতে হবে ৷ বন্ধুদের আপনার ভিডিও-র জন্য ভোট দিতে বলুন ৷
ভোটের মাধ্যমে রাজ্যের প্রথম ১০জনকে শর্ট লিস্ট করা হবে ৷ প্রথম ৫ জনকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ ১ জনকে জাতীয় স্তরে সিলেক্ট করা হবে ৷ https://chingari.io/star ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন ৷ ২৫ অগাস্ট থেকে জাতীয় স্তরে জয়ীদের নাম ঘোষণা করা হবে ৷