মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে বর্তমান অর্থবর্ষে তাদের প্রোডাক্টের বিক্রি ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷ সংস্থার তরফে আরও জানানো হয়েছে যে সংস্থার টার্নওভার চলতি অর্থবর্ষে ১৫,০০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে ৷ অনেকেই হয়তো জানে না যে মাদার ডেয়ারি দুধ ও ডেয়ারি প্রোডাক্টের পাশাপাশি ফল ও সবজির ব্যবসাও করে থাকে ৷
advertisement
আরও পড়ুন: আরও সস্তা হল ক্রুড অয়েল, দেখে নিন কলকাতায় কত দাম কমল পেট্রোল ও ডিজেলের দাম
সম্প্রতি বাড়ানো হয়েছে রেট
সম্প্রতি মাদার ডেয়ারি দুধ, দই ও অন্যান্য প্রোডাক্টের দাম বাড়িয়েছিল ৷ ডিজেলের দাম বেড়ে যাওয়ায় শিপিং-এর খরচ বেড়ে গিয়েছে ৷ ফলে দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই বলে জানিয়েছে সংস্থার আধিকারিক ৷ তবে দুধ ও দই-এর দাম বৃদ্ধির জেরে লাভবান হবেন সেই সব কৃষকরা যাঁরা মাদার ডেয়ারির কাছে প্রোডাক্ট বিক্রি করেন ৷ পশুখাদ্যেরও দাম বেড়েছে, এর জেরেও বাড়তে পারে দাম ৷
আরও পড়ুন: সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে এই সুবিধাগুলো নিচ্ছেন?
মাদার ডেয়ারির প্রোডাক্টের দাম চলতি অর্থবর্ষে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যার জেরে লাভবান হবে সংস্থা ৷ মাদার ডেয়ারি ৭০ শতাংশ ব্যবসা ডেয়ারি প্রোডাক্টের করে থাকে ৷ চলতি বছরে আইসক্রিমের বিক্রি বিপুল বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে ৷