TRENDING:

PM Dhan Dhanya Yojana: প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার কথা জানা আছে কি? আর কীভাবেই বা মিলবে এর সুবিধা?

Last Updated:

PM Dhan Dhanya Yojana: প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা একটি কৃষি উন্নয়ন প্রকল্প, যার মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা ও আধুনিক চাষের সুবিধা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় আবেদন করে কৃষকরা সরাসরি উপকৃত হতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর ধন-ধন্য কৃষি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পটি আগামী ৬ বছর ধরে চলবে এবং দেশের ১০০টি জেলাকে এর আওতায় আনা হয়েছে। এর জন্য প্রতি বছর ২৪,০০০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা কী? আর এর সুবিধা কীভাবেই বা পাওয়া যাবে? তা নিয়ে আজকের প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার সমস্ত খুঁটিনাটি। আসলে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা প্রকল্পের প্রধান লক্ষ্য হল – কৃষকদের ফসল কাটার পর তা সংরক্ষণের জন্য উন্নত সুবিধা প্রদান, কৃষিতে সেচ ব্যবস্থার উন্নতি এবং কৃষির উৎপাদন বৃদ্ধি।

advertisement

advertisement

প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা: ৩৬টি বিদ্যমান প্রকল্পকে একত্রিত করে একটি শক্তিশালী পরিকাঠামো সৃষ্টিতথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, বিদ্যমান ৩৬টি প্রকল্পকে একত্রিত করে একটি শক্তিশালী পরিকাঠামো তৈরি করবে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা প্রকল্পটি। প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা ফসলের বৈচিত্র্য এবং সাস্টেনেবল ফার্মিং বা স্থায়ী কৃষিকাজকে আরও উৎসাহিত করবে।

advertisement

advertisement

প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা: কীভাবে এর সুবিধা পাওয়া যেতে পারে?প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার মাধ্যমে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষিকাজের প্রতি উৎসাহিত করার চেষ্টা করে চলেছে। এই প্রকল্পটি কৃষির উৎপাদন বৃদ্ধি করবে। এর পাশাপাশি কৃষকদের বিভিন্ন ফসল চাষে উৎসাহিত করবে, যাতে তাঁদের আয় বৃদ্ধি পায়। পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য সাস্টেনেবল ফার্মিং পদ্ধতি গ্রহণের উপর জোর দেওয়া হবে।

প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনায় ফসল কাটার পর, ফসলের ক্ষতি রোধ করার জন্য পঞ্চায়েত এবং ব্লক পর্যায়ে সংরক্ষণ সুবিধার উপর আরও জোর দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনায় সেচ সংক্রান্ত সুবিধা উন্নত করা হবে এবং কৃষকদের সস্তা ও সহজলভ্য ঋণ প্রদান করা হবে, যাতে তাঁরা কৃষিকাজে বিনিয়োগ করতে পারেন এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারেন।

প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা: সরাসরি ভাবে উপকৃত হবেন ১.৭ কোটি কৃষক সরকার বিশ্বাস করে যে, প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা প্রকল্প থেকে প্রায় ১.৭ কোটি কৃষক সরাসরি উপকৃত হবেন। এই প্রকল্পটি ইতিমধ্যেই বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং বর্তমানে এটি মন্ত্রিসভা থেকে সবুজ সঙ্কেত পেয়েছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Dhan Dhanya Yojana: প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার কথা জানা আছে কি? আর কীভাবেই বা মিলবে এর সুবিধা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল