TRENDING:

DigiLocker: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !

Last Updated:

DigiLocker: কীভাবে ডিজি-লকারে বানাবেন নিজের অ্যাকাউন্ট ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গাড়ি বা বাইক নিয়ে বেরোলে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ যেমন রেজিস্ট্রেশন, বিমা ও পলিউশনের সার্টিফিকেট সঙ্গে রাখা বাধ্যতামূলক ৷ নিয়ম অনুযায়ী, ট্রাফিক পুলিশ ধরলে এবং এই কাগজপত্র আপনার কাছে না থাকলে জরিমানা দিতে হয় ৷ তবে এখন ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ সঙ্গে না থাকলেও পুলিশ আপনার নামে চালান কাটবে না ৷ বর্তমানে আপনি ট্রাফিক পুলিশকে পরিবহন বিভাগের ডিজি-লকার (DigiLocker) প্ল্যাটফর্ম বা এম পরিবহন (mParivahan) মোবাইলে অ্যাপে ডিজিটালি রাখা ডকুমেন্টস দেখাতে পারবেন ৷
advertisement

কেন্দ্রীয় পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রালয়ের তরফে জারি করা নির্দেশ অনুযায়ী, এবার থেকে সমস্ত রাজ্যেকে এম-পরিবহন অ্যাপ ও ডিজি-লকার ডকুমেন্টকে বৈধ মানতে হবে ৷ এখন এটিকে আইনি স্বীকৃতিও দেওয়া হয়েছে। এই নির্দেশের পর থেকে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এই বিষয়ে বিজ্ঞাপন দিয়ে মানুষকে সচেতন করছে ৷

আরও পড়ুন: ১০০ ডলার ছুঁই ছুঁই অপরিশোধিত তেলের দাম, দেখে নিন কত হল পেট্রোল-ডিজেলের দাম

advertisement

কী এই DigiLocker ?

DigiLocker এক ধরনের ডিজিটাল লকার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুলাই ২০১৫-তে এটি লঞ্চ করেছিলেন ৷ ডিজিটাল ইন্ডিয়া অভিযানে ডিজি লকার শুরু করা হয়েছিল ৷ ডিজি লকার অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷ ডিজি-লকারে দেশের নাগরিকরা তাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য স্টোর করতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: পুরনো না নতুন? এক নজরে দেখে নিন ট্যাক্স স্ল্যাবের মধ্যে কোনটি বেশি ভাল!

সম্পূর্ণ ভাবে সুরক্ষিত এই DigiLocker

DigiLocker আপনার আধার কার্ড ও ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক থাকে ৷ এর মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টের স্ক্যান্ড কপি PDF, JPEG ও PNG ফর্ম্যাটে আপলোড করে সেভ করে রাখতে পারবেন ৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এই ডকুমেন্টে ই-সাইনও করতে পারবেন ৷ এটা একদম সেলফ অ্যাটাস্টেড ফিজিক্যাল ডকুমেন্টের মত কাজ করে ৷

advertisement

আরও পড়ুন: গাড়িতে CNG কিট লাগানোর আগে যে কয়েকটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন...

কীভাবে ডিজি-লকারে বানাবেন নিজের অ্যাকাউন্ট ?

  1. প্রথমে digitallocker.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ কিন্তু তার আগে এটা নিশ্চিত করতে হবে যে আপনার ফোন নম্বর আধার নম্বরের সঙ্গে রেজিস্টার্ড রয়েছে ৷ ফোন নম্বর রেজিস্টার্ড না থাকলে এটা ব্যবহার করা যাবে না ৷
  2. advertisement

  3. এরপর Sign Up এ ক্লিক করে নিজের নাম, জন্মদিন, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিতে হবে ৷ পাসওয়ার্ড আপনি নিজে বানাতে পারবেন ৷
  4. এরপর ১২ অঙ্কের আধার নম্বর দিতে হবে ৷ আধার নম্বর দিতেই দুটি বিকল্প চলে আসবে ৷
  5. OTP ও ফিঙ্গারপ্রিন্ট ৷ এর মধ্যে যে কোনও একটি ব্যবহার করতে পারবেন ৷

  6. যেই এই প্রক্রিয়া পুরো হয়ে যাবে আপনাকে ইউজার নাম ও পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে ৷ এর মাধ্যমে ডিজি-লকারে লগইন করতে পারবেন ৷
  7. সেরা ভিডিও

    আরও দেখুন
    হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
    আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
DigiLocker: গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে না থাকলেও দিতে হবে না জরিমানা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল