TRENDING:

West Bengal Lottery Results 2022: দোলের আগের রাতে কার ভাগ্যে লেখা আছে ৫০ লক্ষ টাকা! বঙ্গভূমি ভাগীরথী লটারির ফল দেখুন

Last Updated:

West Bengal Lottery Results 2022: সাপ্তাহিক লটারি খেলায় পশ্চিমবঙ্গ লটারি সংবাদের টিকিট বিক্রি হয় প্রতিটি ৬ টাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিমবঙ্গ: আজ দুপুরেই দীর্ঘ প্রতিক্ষার পর প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ ডিয়া বঙ্গভূমি ভাগীরথী-এর লাকি ড্র এর ফলাফল। বিকেল চারটের সময় প্রকাশিত হবে এই লাকি ড্র-এর ফলাফল। দেশের অন্যতম জনপ্রিয় লটারি খেলা এটি। বিভিন্ন মানুষ তাঁদের ভাগ্য পরীক্ষা করতে এই লটারি খেলার মাধ্যমে অংশগ্রহণ করেন। ১৭ মার্চ ডিয়ার বঙ্গভূমি লটারির ফল প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ www.lotterysambadresult.in -এ।
West Bengal Lottery Results 2022
West Bengal Lottery Results 2022
advertisement

সাপ্তাহিক লটারি খেলায় পশ্চিমবঙ্গ লটারি সংবাদের টিকিট বিক্রি হয় প্রতিটি ৬ টাকায়। রাজ্য সরকারের অনুমোদিত দোকান থেকে এই লটারির টিকিট বিক্রি করা হয়। লটারির প্রথম পুরস্কারের পরিমাণ ৫০ লক্ষ টাকা। বৃহস্পতিবারের ডিয়ার বঙ্গভূমি ভাগীরথীর স্বান্তনা পুরস্কার প্রাপকরা জিততে পারেন এক হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার থাকবে ৯ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। চতুর্থ পুরস্কার প্রাপক পাবেন ২৫০ টাকা ও পঞ্চম পুরস্কার প্রাপক পাবেন ১২০ টাকা।

advertisement

কী করে লটারির ফলাফল জানবেন

১৭ মার্চ ডিয়ার বঙ্গভূমি লটারির ফল প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ www.lotterysambadresult.in -এ।

এই ওয়েবসাইটের হোম পেজে যান, সেখানে একটি হাইপার লিঙ্ক পাওয়া যাবে, যেটির মাধ্যমে জানা যাবে কে জিতেছেন পুরস্কার। সেটিতে লেখা থাকবে “Lottery Sambad Result 17-03-2022 Dear Bangabhumi Bhagirathi 4 pm result.”

আরও পড়ুন: বিস্ফোরক অভিযোগে বিদ্ধ স্বয়ং আইনজীবী, কলকাতা হাই কোর্টে নজিরবিহীন ঘটনা!

advertisement

এই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন ওয়েব পেজে নিয়ে যাওয়া হবে। যেখানে লটারির টিকিটের নম্বর থাকবে।

যাঁরা জিতেছেন পুরস্কার, তাঁদের নাম এই তালিকায় দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন: যুদ্ধের আগে কেমন ছিল ইউক্রেন? এখন কেমন? ছবি দেখলে চোখে জল আসবে

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

যারা বিজয়ী তালিকায় তাদের প্রিয় বঙ্গভূমি ভাগীরথী লটারির টিকিটের নম্বর দেখবেন, তাঁদের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে অর্থ দাবি করতে হবে। বিজয়ী লটারি টিকিট এবং একটি বৈধ শনাক্তকরণ প্রমাণ-সহ পশ্চিমবঙ্গ লটারি অফিসে যান। বাধ্যতামূলক যাচাই প্রক্রিয়া চালানোর জন্য লটারি অফিসগুলি আপনার শনাক্তকরণ নথিও চাইতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
West Bengal Lottery Results 2022: দোলের আগের রাতে কার ভাগ্যে লেখা আছে ৫০ লক্ষ টাকা! বঙ্গভূমি ভাগীরথী লটারির ফল দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল