ভোডাফোন স্টোরে গিয়ে নিজের ভোডাফোন নম্বর বললেই আপনাকে গিফট ও মিষ্টি দেওয়া হবে ৷ ২৬ ও ২৮ অক্টোবর এই দু’দিনই গিফট দেওয়া হবে ৷
দিল্লি ও NCR-এর ৫২টি স্টোরে এই ভোডাফোনের তরফে এই অফার দেওয়া হচ্ছে ৷ সংস্থার বিজনেস হেড (দিল্লি-NCR) অপূর্ব মেহরোত্রা জানিয়েছেন, গ্রাহকদের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত করায় সংস্থার মূল উদ্দেশ্য ৷ তাই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কোম্পানি গ্রাহকদের তাদের প্রয়োজন মতো অফার ও প্রোডাক্টসও দেওয়া হবে গ্রাহকদের এই দীপাবলিতে ৷
advertisement
তামিলনাড়ুতেও ভোডাফোন গ্রাহকদের জন্য থাকছে দীপাবলির এই স্পেশ্যাল অফার ৷ তামিলনাড়ুতে ২৫ ও ২৭ অক্টোবর এই অফার দেওয়া হচ্ছে ৷ সূত্রের অনুযায়ী, প্রায় ৬০টি স্টোর রয়েছে তামিলনাড়ুতে ৷ তামিলনাড়ুতে প্রায় ১৬ মিলিয়ান ভোডাফোন গ্রাহক রয়েছে ৷
তামিলনাড়ুর বিজনেস হেড এস মুরলি জানিয়েছেন, গ্রাহকদের অত্যাধুনিক পরিষেবা দেওয়ায় তাদের লক্ষ্য তাই এই দীপাবলিতে গ্রাহকদের দরকার মতো তাদের বেস্ট প্ল্যান দেওয়া হবে ৷