TRENDING:

Vistara: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা, ৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট কাটতে পারবেন যাত্রীরা, জারি হল নির্দেশিকা

Last Updated:

Vistara Tickets Can Be Booked Only Till Sept 3: ভিস্তারার পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারলাইন্সের সমস্ত বিমানই এবার এয়ার ইন্ডিয়ার হয়ে পরিষেবা দেবে। বর্তমানে যে সব রুটে ভিস্তারার বিমান চলে সেই রুটের টিকিট কাটার জন্য এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট দেখতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা। খুব শীঘ্রই একত্রীকরণ সম্পূর্ণ হবে। যাত্রীরা ১১ নভেম্বর পর্যন্ত চালু থাকা ভিস্তারা বিমানের জন্য ৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট বুক করতে পারবেন। এমনটাই জানিয়েছে এয়ারলাইন্স সংস্থা।
advertisement

ভিস্তারার পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ারলাইন্সের সমস্ত বিমানই এবার এয়ার ইন্ডিয়ার হয়ে পরিষেবা দেবে। বর্তমানে যে সব রুটে ভিস্তারার বিমান চলে সেই রুটের টিকিট কাটার জন্য এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট দেখতে হবে। প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, “১১ নভেম্বর পর্যন্ত সমস্ত রুটে বিমান চালাবে ভিস্তারা। বুকিংও করতে পারবেন যাত্রীরা।’’

আরও পড়ুন- ভারতের তৃতীয় ধনী অভিনেতা, তাঁর প্রেমে পাগল ছিলেন টাবু, ৬৫ বছর বয়সে ৩১০০ কোটি টাকার মালিক এই সুপারস্টার

advertisement

আগামী ১২ নভেম্বর ভিস্তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাবে। তখন এয়ার ইন্ডিয়ার বিমান ওই সমস্ত রুটে পরিষেবা দেবে। কেন্দ্রীয় সরকার এয়ার ইন্ডিয়াতে এফডিআই-এর অনুমোদন দেওয়ার পর এই খবর সামনে আসে।

জানা গিয়েছে, একত্রীকরণের পর টাটা সন্স প্রাইভেট লিমিটেডের ৭৩.৩৮ শতাংশ এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ২৫.১ শতাংশ শেয়ার থাকবে। এসআইএ একটি বিবৃতিতে বলেছে, “এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে যে অনুমোদন এসেছে, তাতে একত্রীকরণের প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে।’’

advertisement

ভিস্তারার সিইও বিনোদ কান্নান বলেছেন, “গত দশ বছর ধরে সমর্থন দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। এই যাত্রায় আরও অগ্রসর হওয়ার সঙ্গে আমরা বৃহত্তর নেটওয়ার্ক এবং বিমান বহরের অংশ হতে চলেছি। এতে যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে।’’

advertisement

আরও পড়ুন– টিকিট পরীক্ষার নামে জরিমানা! যাত্রীরা খবর পাঠালেন আরপিএফে, হাতেনাতে ধরা পড়ল ভুয়ো মহিলা টিটিই

এয়ারলাইন্স সংস্থা জানিয়েছে, ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একত্রীকরণের সমস্ত খবর যাত্রীদের জানানো হবে। বলা হয়েছে, “এর মধ্যে থাকবে ওয়েব চেক-ইন, লাউঞ্জ অ্যাক্সেস, আনুষঙ্গিক পরিষেবা এবং অন্যান্য সম্ভাব্য টাচপয়েন্টের তথ্য। একত্রীকরণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে উভয় এয়ারলাইন্সের কর্মীরা একসঙ্গে কাজ করছেন।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

গত ৬ জুন একটি নির্দেশিকা জারি করে একত্রীকরণের অনুমতি দিয়েছিল এনসিএলটি। পাশাপাশি ভিস্তারার পরিষেবা গুটিয়ে আনার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। প্রসঙ্গত, ভিস্তারার ফ্লাইং পারমিটের মেয়াদ শেষ হচ্ছে ২০২৪ সালের ডিসেম্বর মাসে। ২০২৩ সালের সেপ্টেম্বরে কিছু শর্ত সাপেক্ষে এই চুক্তির অনুমোদন দেয় কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া। তারপর থেকেই এই নিয়ে কাজ চলছে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vistara: এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা, ৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকিট কাটতে পারবেন যাত্রীরা, জারি হল নির্দেশিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল