TRENDING:

Vegetables: বছরে কয়েক লক্ষ টাকা আয়, এক চাষেই হচ্ছে বাজিমাত! কী চাষ করলে এত ইনকাম, জানেন?

Last Updated:

Vegetables: সবজি চাষেই বিপুল লক্ষ্মীলাভ, বছরে কয়েক লক্ষ টাকা মুনাফার আশায় সেদিকেই ঝুঁকছেন কৃষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরম্পরাগত চাষবাসের পাশাপাশি আজকাল সবজি চাষেও উৎসাহ বাড়ছে পড়শি রাজ্য বিহারের কৃষকদের। আসলে পরম্পরাগত কৃষিকাজের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। সেই কারণে রাজ্যের কৃষকরা পরম্পরাগত কৃষির বদলে লাভজনক শস্য চাষের দিকে ঝুঁকছেন। ফলে বিহারের মধেপুরা জেলার কোসি এলাকার কিছু অংশে বর্তমানে উচ্চ হারে সবজি চাষ হচ্ছে।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

আর কৃষকরা এর ফলও পাচ্ছেন হাতেনাতে। কম সময়ে বেশি হারে মুনাফা লাভ করতে পারছেন তাঁরা। এখানেই শেষ নয়, একসঙ্গে দুটি শস্য চাষ করছেন। ফলে লক্ষ্মীলাভও হচ্ছে বিপুল পরিমাণে।

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবথেকে শিক্ষিত মানুষটি কে? নাম-পরিচয় আর ডিগ্রি শুনে মাথায় হাত দেবেন নিশ্চিত!

advertisement

মধেপুরা জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে উদকিষাণগঞ্জ তালুকের খাডা গ্রামের বাসিন্দা লোধাই মণ্ডল এখন শুধুমাত্র সবজিই চাষ করছেন। প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা লাভ করছেন তাঁরা। ইতিমধ্যেই বাঁধাকপি বিক্রি করেছেন ওই এলাকার কৃষকরা। বর্তমানে তাঁরা একসঙ্গে করলা এবং শসা উভয় সবজিরই চাষ করছেন।

আরও পড়ুন: বলুন তো, পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি? ভারত কত’তে? প্রথম দেশটির নাম শুনে চমকে উঠবেন

advertisement

আর সবথেকে বড় কথা হল, দুই মাসের মধ্যেই সবজির বাড়-বৃদ্ধি শুরু হয়ে যাচ্ছে। ফলে লাভই লাভ! কৃষক লোধাই মণ্ডলও এই মরশুমে একসঙ্গে দুটি সবজি চাষ করেছেন। আর একবারেই এটা দ্বিগুণ মুনাফা প্রদান করছে। সম্প্রতি ফুলকপির পাশাপাশি বেগুনও চাষ করেছেন তিনি। লোধাই বলেন, ২-৩ বিঘা জমিতে সবজি চাষ করেছেন। প্রতি বছর সমস্ত সবজি থেকে ৭-৮ লক্ষ টাকা মুনাফাও পাচ্ছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

তাঁর আরও বক্তব্য, মধেপুরার এই এলাকার বেশিরভাগ কৃষকই এখন এই পন্থা অবলম্বন করছেন। আর খুব কম সময়ের মধ্যেই সেই সবজি চাষে ভালই আয় হচ্ছে। যেটা পরম্পরাগত কৃষিতে কখনওই সম্ভব নয়। ফলে লোধাই আপাতত সবজি চাষের জন্য অন্য কৃষকদেরও উৎসাহ দিচ্ছেন। লোধাইয়ের বক্তব্য, সবজি বিক্রয় করার ক্ষেত্রে তাঁদের সেভাবে বেগও পেতে হয় না। কারণ উদকিষাণগঞ্জ, সিদ্ধেশ্বর, মধেপুরা, খাগাড়িয়া এবং সহরশা থেকে ব্যবসায়ীরা আসেন সবজি কিনতে। আর সবথেকে বড় কথা হল, সবজির জন্য ভালই দর পাচ্ছেন কৃষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Vegetables: বছরে কয়েক লক্ষ টাকা আয়, এক চাষেই হচ্ছে বাজিমাত! কী চাষ করলে এত ইনকাম, জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল