এর জন্য প্রথনে আপনাকে NSDL এর ওয়েবসাইটে যেতে হবে ৷
এরপর সার্ভিস ট্যাবে গিয়ে প্যানে ক্লিক করতে হবে ৷
এরপর Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card ক্লিক করতে হবে ৷ সমস্ত তথ্য দেওয়ার পর ক্যাপচা কোড সাবমিট করতে হবে ৷
এবার অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে ৷
advertisement
e-KYC এর মাধ্যমে আপনি ডকুমেন্ট জমা করতে পারবেন ৷ তবে এর জন্য আধার কার্ডের দরকার পড়বে ৷ e-sign এর মাধ্যমে স্ক্যান করা ছবি সাবমিট করতে পারবেন ৷ সাবমিট করার পর পেমেন্ট করতে হবে ৷ এবং পেমেন্ট অনলাইনেই করতে হবে ৷
Pay Confirm এ ক্লিক করার পর ব্যাঙ্কের রেফারেন্স নম্বর ও ট্রানজাকশন নম্বর পাবেন ৷ এটা সেভ করে রেখে Contunue-তে ক্লিক করতে হবে ৷
এরপর আধার কার্ডের নীচের বক্সে টিক করে Anthenticate এ ক্লিক করতে হবে ৷ এরপর contunue with e-Sign বা e-KYC-তে ক্লিক করুন ৷ ফের Generate OTP-তে ক্লিক করতে হবে ৷
ওটিপি দিয়ে সাবমিট করে দিন ৷ নতুন পেজ খুলে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম দেখা যাবে ৷ এর PDF ফর্ম্যাট ডাউনলোড করতে পারবেন ৷ এরপর আইডি প্রুফ-সহ সমস্ত ডকুমেন্ট NSDL e-Gov অফিসে পাঠাতে হবে ৷