এই যোজনার সুবিধা নেওয়ার জন্য আপনাকে উত্তরপ্রPদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে ৷ অধিকতম একই পরিবারের দুই মেয়ে এই সুবিধা পাবেন ৷ এছাড়া আবেদনকারীর পরিবারের আয় বছরে ৩ লক্ষ বা তার বেশি হলে হবে না ৷ কোনও পরিবারের যমজ মেয়ে থাকলে তারাও এই সুবিধা পাবেন ৷ এই পরিস্থিতিতে ওই পরিবারের তিনজন মেয়ে এই সুবিধা পাবেন ৷
advertisement
কত টাকার সুবিধা মিলবে-
১. সবচেয়ে প্রথমে বাচ্চার জন্মের সময় ২ হাজার দেওয়া হবে
২. মেয়ের টিকাকরণের সময় ১০০০ টাকা দেওয়া হবে
৩. প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার পর ২ হাজার টাকা দেওয়া হবে
৪. এরপর ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর ২ হাজার টাকা দেওয়া হবে
৫. নবম শ্রেণিতে ওঠার পর ৩০০০ টাকার সাহায্য করা হবে
৬. দশম ও দ্বাদশ শ্রেণিতে পড়ার জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে
এই যোজনা সংক্রান্ত আরও বিস্তারিত জানতে https://mksy.up.gov.in/women_welfare/index.php লিঙ্কে ভিজিট করতে হবে ৷
এই যোজনার জন্য কী কী ডকুমেন্ট লাগবে
আধার কার্ড
পাসপোর্ট সাইজ ফটো
মোবাইল নম্বর
Domicile Certificate
ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ঠিকানার প্রমান পত্র