মধ্যবিত্তের চিন্তা গৃহস্থালির জিনিসপত্র নিয়ে। দাম ক্রমশ বাড়ছে। সংসার চালানোই মুশকিল। এই পরিস্থিতিতে বাজেটের পর যদি দৈনন্দিন পণ্যের দাম বাড়ে তাহলে মাথায় হাত পড়ে যাবে। আর কমলে হাসি ফুটবে মুখে।
বাজেটে প্রতি বছরই কিছু খাতে কর বাড়ানো হয়। কিংবা আরোপ করা হয় আমদানি শুল্ক। এতে সেই খাতের পণ্যের দাম বাড়ে। আবার আমদানি শুল্ক কমালে বা তুলে নেওয়া হলে, সেই খাতের পণ্যের দাম কমে যায়।
advertisement
.আরও পড়ুন: Budget 2025: সবথেকে সংক্ষিপ্ত বক্তৃতা থেকে শুরু করে পেপারলেস ফরম্যাট; এই ১০টি চমকপ্রদ বিষয় জেনে রাখা আবশ্যক
কেন্দ্রীয় বাজেট ২০২৫ | Union Budget 2025 Live Updates
এই সব পণ্যের দাম কমতে পারে:
ইলেকট্রনিকস এবং গ্যাজেটস (স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি)-এর যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। ফলে দাম কমতে পারে।
পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাতে ইলেকট্রিক ভেহিক্যালের প্রচার চলছে। এই ক্ষেত্রে সাবসিডি বা কর ছাড় দেওয়ার আশা করা হচ্ছে।
জীবনদায়ী ওষুধ, বিশেষ করে ক্যানসার এবং বিরল রোগের অষুধে কর ছাড় পাওয়া যেতে পারে, যাতে সেগুলো সহজলভ্য হয়।
টেক্সটাইল এবং গার্মেন্টসের উৎপাদন খরচ কমাতে সরকারি সাহায্যের ঘোষণা হতে পারে।
ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপর শুল্ক কমালে ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজের দাম কমার সম্ভাবনা রয়েছে।
সোলার প্যানেল এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি পণ্যেও সরকারি ভর্তুকির ঘোষণা হতে পারে, যাতে গ্রিন এনার্জি ব্যবহারে আমজনতাকে উৎসাহিত করা যায়।
হোম লোনে কর সুবিধা বা সুদের হার কমানোর ঘোষণা হতে পারে।
আরও পড়ুন: বাজেটের আগে বিপুল দাম বাড়ল সোনার, দেখে নিন ১ ভরি কিনতে কত খরচ হবে
এই সব পণ্যের দাম বাড়তে পারে:
বিলাসবহুল পণ্য এবং উন্নত মানের ইলেকট্রনিক পণ্যের উপর জিএসটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে প্রিমিয়াম পণ্যের দাম বাড়তে পারে।
আমদানি করা গাড়ি, বিশেষ করে বিলাসবহুল এবং উন্নত মানের গাড়ির উপর কাস্টম ডিউটি বাড়ানো হতে পারে।
তামাক এবং সিগারেটের উপর স্বাস্থ্য সুরক্ষার জন্য কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
মদ্যপান কমানোর উদ্দেশ্যে পণ্য শুল্ক বাড়ানোর সম্ভাবনা প্রবল।
সোনা এবং রূপোর মতো মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা হতে পারে।
বিমামের জ্বালানির উপর কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে বিমানের টিকিটের দাম বাড়তে পারে।
মোবাইল রিচার্জ প্ল্যান, ইন্টারনেট ব্যয়বহুল হতে পারে। টেলিযোগাযোগ খাতের বাড়তি খরচের কারণে দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে।