ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি: শুরুতেই সুসংহত জাতীয় কর্মসংস্থান নীতি তৈরির প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। একটাই কর্মসংস্থান পোর্টাল থাকবে। সেটা হল ন্যাশনাল কেরিয়ার সার্ভিস। এর ফলে এক জায়গা থেকেই সমস্ত তথ্য পাবেন চাকরিপ্রার্থীরা। তাঁদের কাজ সহজ হয়ে যাবে।
আরও পড়ুন : একটা ব্যাঙ্কে সর্বোচ্চ ক’টা FD খোলা যায়? সর্বাধিক রিটার্ন পেতে এই টিপসগুলো মেনে চলুন
advertisement
ডেটা-ভিত্তিক কর্মসংস্থানের তথ্য:
ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের আওতায় ইউনিভার্সাল লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। বাজারের সঙ্গে সঙ্গতি রেখে এই সিস্টেম কর্মপ্রার্থীদের জানিয়ে দেবে বর্তমানে কী কী স্কিলের চাহিদা রয়েছে, কী কী প্রশিক্ষণ নিলে চাকরি পাওয়া সহজ হবে ইত্যাদি।
নিয়োগের জন্য ভর্তুকি:
সংস্থা বা প্রতিষ্ঠান যাতে বেশি করে কর্মী নিয়োগ করে তার জন্য ভর্তুকি দেওয়ার প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। বলা হয়েছে, ধারা 80JJAA-কে নতুন ধারা দিয়ে প্রতিস্থাপন করতে হবে যাতে নিয়োগকর্তারা নতুন নিয়োগপিছু প্রথম তিন বছর প্রতি মাসে ১ লাখ টাকা করে ছাড় পান।
শ্রম-নির্ভর খাতকে উৎসাহ দেওয়া:
কেন্দ্র সরকারকে নির্মাণ, টেক্সটাইল, পর্যটনের মতো শ্রম-নির্ভর খাতগুলির পাশে দাঁড়াতে হবে। শুল্ক কাঠামো, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং কর্মসংস্থানমুখী স্কিম আনা প্রয়োজন। এর ফলে রফতানি বাড়বে। নতুন চাকরির সুযোগও তৈরি হবে।
গ্রামীণ এলাকায় যুবসমাজের ক্ষমতায়ন:
গ্রামীণ এলাকায় স্নাতকদের জন্য সরকারি উদ্যোগে রুরাল ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। তাঁদের মতে, এর ফলে কর্মশক্তির ঘাটতি পূরণে তরুণ প্রতিভাকে কাজে লাগানো যাবে।
আরও পড়ুন : সপ্তাহের শুরুতেই বড় সুখবর ! অনেকটাই কমল সোনার দাম, দেখে নিন ১ ভরির দাম কত
মহিলা কর্মী বৃদ্ধিতে বাড়তি উদ্যোগ:
মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জোর দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। কেয়ার ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারে ক্রেচ তৈরির মতো একাধিক পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ে।
বিদেশে চাকরিতে জোর:
দেশের যুবক-যুবতীরা যাতে বিদেশে চাকরি করতে পারেন, তার জন্য বিদেশ মন্ত্রকের আওতায় ইন্টারন্যাশনাল মোবিলিটি অথরিটি গঠনের সুপারিশ করেছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। বিদেশে চাকরির জন্য প্রার্থীদের যে যে যোগ্যতা প্রয়োজন, তার উপর কাজ করবে এই অথরিটি।
Get Latest News on ইউনিয়ন বাজেট ২০২৫, Union Budget 2025 Live