গত কয়েকদিনে রেলের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেলের আয় বেড়েছে। চলতি আর্থিক বছরে, প্রথম ৯ মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বর (২০২২) পর্যন্ত, রেল প্রচুর আয় করেছে। এই সময়ের মধ্যে শুধুমাত্র রেল ভাড়া থেকে ৪৮,৯১৩ কোটি টাকা আয় হয়েছে। গত বছরের সঙ্গে তুলনা করলে এ বছর রেলের আয় ৭১ শতাংশ বেড়েছে। গত বছরের এই সময়ে রেলের ২৮,৫৬৯ কোটি টাকা আয় করেছিল।
advertisement
রেলের আয়ের এই পরিসংখ্যান দেখে প্রবীণ নাগরিকদের আশা সরকার এই বছরের সাধারণ বাজেটে আবারও ট্রেনের টিকিটের উপর ভাড়া ছাড়ের ঘোষণা করতে পারে। ২০১৯ সাল থেকে করোনাভাইরাস সংক্রমণের জেরে প্রবীণ নাগরিকদের রেলের টিকিট ভাড়ার উপরে ছাড় দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এখনও পর্যন্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল ভাড়ায় ছাড় দেওয়ার কোনও প্রতিশ্রুতি দেননি।
আরও পড়ুন, ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা, নদীয়ায় করবেন সভা
আরও পড়ুন, বিপজ্জনক সেই বেসরকারি হোটেল ভাঙার কাজ শুরু, ধীরে ধীরে ক্ষতিপূরণ-জট কাটছে জোশীমঠে
তবে সাধারণ মানুষের আশা বাজেটে এই সংক্রান্ত কোনও ঘোষণা হতে পারে। আগে ট্রেনের টিকিট ভাড়ায় ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য ৪০ শতাংশ ছাড় এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য ভাড়ার ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হত।