সূত্রের খবর, কেন্দ্রের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে।
চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশে নেমে আসবে বলে অনুমান করা হচ্ছে। প্রবীণ আধিকারিক আরও জানিয়েছেন, যে অনেক কেন্দ্রীয় মন্ত্রীও এই বৈঠকে যোগ দেবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন।
advertisement
চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বার্ষিক ভিত্তিতে ৭ শতাংশে নেমে আসতে পারে। পরিসংখ্যান মন্ত্রকের প্রথম সরকারি অনুমান অনুসারে, জিডিপি বৃদ্ধির হার ২০২২-২০২৩ অর্থবছরে সাত শতাংশ হবে। গত অর্থবছর (২০২১-২০২২) -এ ছিল ৮.৭ শতাংশ। যদিও এটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৬.৮ শতাংশের অনুমান থেকে বেশি।
আরও পড়ুন, শিক্ষক নিয়োগে আরও গতি, পঞ্চম দফার ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের
আরও পড়ুন, আবাস যোজনা দুর্নীতিতে এবার মুখ খুললেন দেব, তারকা সাংসদের মুখে 'অন্য' সুর! যা বললেন ঘাটালে...
এই অনুমান সঠিক হলে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সৌদি আরবের চেয়ে কম হবে। সৌদি আরবের প্রবৃদ্ধির হার ৭.৬ শতাংশ হবে বলে ধারনা করা হয়েছে। অনুমান করা হচ্ছে এবারের সাধারণ বাজেটের আগে, শিল্প এবং সাধারণ ক্ষেত্রে কর ছাড়-সহ একাধিক ক্ষেত্রে স্বস্তিদায়ক ঘোষণা হতে পারে।