TRENDING:

Union Budget 2023: বাজেটে কর্মচারীদের বিরাট উপহার দিতে পারে মোদি সরকার, বহুগুণ বাড়তে পারে স্যালারি

Last Updated:

Union Budget 2023: বাজেটে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: আসন্ন কেন্দ্রীয় বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর সম্ভবত অপেক্ষা করছে। খবর পাওয়া যাচ্ছে বেতনে ফিটমেন্ট ফ্যাক্টরে সংশোধন হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর মাধ্যমে কর্মীদের ন্যূনতম বেতন বেড়ে ২৬,০০০ টাকা হবে। এখন বর্তমানে ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা।
টাকা। প্রতীকী ছবি
টাকা। প্রতীকী ছবি
advertisement

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি সাধারণ মান, সরকারি কর্মচারীদের মোট বেতন নির্ধারণ করতে এটি ব্যবহৃত হয়। বেসিক স্যালারির সঙ্গে এটিকে গুণ করে নির্ণয় হয়। বর্তমানে সাধারণ ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ। এর মানে হল একজন কর্মচারীর মূল বেতন যদি ১৫,৫০০ টাকা হয়, তাহলে তার মোট বেতন হতে পারে ১৫,৫০০×২.৫৭ টাকা অর্থাৎ ৩৯,৮৩৫ টাকা। ষষ্ঠ তম বেতন কমিশন ১.৮৬ পরিমাপে ফিটমেন্ট অনুপাতের সুপারিশ করেছিল।

advertisement

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ৩.৬৮ করার দাবি তুলছেন। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ৭ তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চলতি মার্চ মাসে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের  ডিএ বাড়বে বলে আশা করা হচ্ছে।

advertisement

আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার পেনশনভোগীদের ডিএ বাড়াতে পারে। রিপোর্ট অনুযায়ী, সরকারি কর্মচারীরাও ১৮ মাসের বকেয়া ডিএ সম্ভবত পেতে পারেন।

আরও পড়ুন,  ফের নামছে তাপমাত্রা, একাধিক জায়গায় ফিরবে ভীষণ ঠান্ডা, রইল কলকাতার ওয়েদার আপডেট

আরও পড়ুন,  'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ডিএ এবং ডিআর বছরে দুবার সংশোধিত হয়। এগুলো কার্যকর হয় ১ জানুয়ারি ও ১ জুলাই থেকে। সর্বশেষ বৃদ্ধি হয়েছিল সেপ্টেম্বরে। এর সুবিধা পেয়েছিলেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেটে কর্মচারীদের বিরাট উপহার দিতে পারে মোদি সরকার, বহুগুণ বাড়তে পারে স্যালারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল