বাজেটে যে সমস্ত জিনিসের দাম বাড়ল: রূপোর কয়েন, সিগারেট, তামাক, বিড়ি, পান মশলা, পার্সেলের মাধ্যমে আসা জিনিসপত্র, ওয়াটার ফিল্টার মেমব্রেন এবং কাজু ৷
নোটবাতিলের জেরে প্রবল হয়রানির মুখে পড়ে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও কৃষক। ক্রমশই দানা জোরালো হতে থাকে সরকার বিরোধিতার সুর। পঞ্জাব, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে সেই বিরোধিতার সুরই হয়তো আছড়ে পড়ত ইভিএমে। সেই বিরোধিতার উত্তাপ আঁচ করেই, বাজেটে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
advertisement
নোটবাতিলে জর্জরিত কৃষক। অথচ সামনেই উত্তরপ্রদেশ-পঞ্জাবের মতো কৃষি প্রধান রাজ্যে ভোট। কৃষকের সেই ক্ষতে প্রলেপ দিতেই কৃষিক্ষেত্রে এবার বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 5:16 PM IST