TRENDING:

আধার কার্ড সংক্রান্ত এই পরিষেবা এবার বন্ধ করল UIDAI

Last Updated:

দেখে নিন অনলাইনে ঠিকানা আপডেট করার জন্য কী করতে হবে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: UIDAI এর তরফে প্রমান পত্র ছাড়া আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু সম্প্রতি UIDAI এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে আপাতত এই পরিষেবা বন্ধ করা হয়েছে ৷ UIDAI ট্যুইট করে জানিয়েছে, অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার (Address Validation Letter) সুবিধা আগামী নির্দেশ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ৷ এবার থেকে সব নাগরিকদের নিজেদের ঠিকানায় বদল করার জন্য সুচিতে দেওয়া যে কোনও একটি তথ্য জমা দিতে হবে ৷
advertisement

UIDAI-এর তরফে জানানো হয়েছে, এই পরিষেবা বন্ধ হওয়ায় সেই সমস্ত মানুষদের সমস্যা হবে যাঁদের কাছে অ্যাড্রেস আপডেট করার জন্য কোনও তথ্য নেই ৷ পাশাপাশি এটা জানানো হয়েছে, অ্যাড্রেস প্রুফের মাধ্যমে অফলাইন ও অনলাইন দুটি পদ্ধতিতে অ্যাড্রেস আপডেট করার সুবিধা রয়েছে ৷ অনলাইন আপডেট করতে চাইলে UIDAI এর ওয়েবসাইট ssup.uidai.gov.in/ssup/ ভিজিট করতে হবে ৷

advertisement

দেখে নিন অনলাইনে ঠিকানা আপডেট করার জন্য কী করতে হবে-

>> UIDAI এর ওয়েবসাইটে গিয়ে ‘Proceed to Update এ ক্লিক করতে হবে

>> ১২ অঙ্কের আধার নম্বর দিয়ে সিকিউরিটি ও ক্যাপচা কোড দিতে হবে

>> এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে

>> আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি

advertisement

>> এরপর লগইন-এ ক্লিক করতে হবে

>> লগইন করতেই আধার সংক্রান্ত পুরো ডিটেলস আপনার স্ক্রিনে চলে আসবে

>> এখানে নিজের অ্যাড্রেস বদলে ফেলুন এবং যে কোনও একটি তথ্য যা >> আপনার ঠিকানার প্রমান পত্র সেটি স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন

দেখে নিন অফলাইনে কী ভাবে আবেদন করবেন

>> নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট ফর্ম ফিলআপ করতে হবে

advertisement

>> ফর্ম জমা করুন এবং ভেরিফিকেশনের জন্য বায়োমেট্রিক্স জমা দিতে হবে

>> কর্মচারীরা আপনাকে একটি রসিদ দেবে যেখানে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর থাকবে

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

>> এই URN ব্যবহার করে আধার আপডেশন স্টেট্যাস ট্র্যাক করা যেতে পারবে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আধার কার্ড সংক্রান্ত এই পরিষেবা এবার বন্ধ করল UIDAI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল