TRENDING:

আধার কার্ড সংক্রান্ত এই পরিষেবা এবার বন্ধ করল UIDAI

Last Updated:

দেখে নিন অনলাইনে ঠিকানা আপডেট করার জন্য কী করতে হবে-

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: UIDAI এর তরফে প্রমান পত্র ছাড়া আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু সম্প্রতি UIDAI এর তরফে ট্যুইট করে জানানো হয়েছে আপাতত এই পরিষেবা বন্ধ করা হয়েছে ৷ UIDAI ট্যুইট করে জানিয়েছে, অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার (Address Validation Letter) সুবিধা আগামী নির্দেশ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ৷ এবার থেকে সব নাগরিকদের নিজেদের ঠিকানায় বদল করার জন্য সুচিতে দেওয়া যে কোনও একটি তথ্য জমা দিতে হবে ৷
advertisement

UIDAI-এর তরফে জানানো হয়েছে, এই পরিষেবা বন্ধ হওয়ায় সেই সমস্ত মানুষদের সমস্যা হবে যাঁদের কাছে অ্যাড্রেস আপডেট করার জন্য কোনও তথ্য নেই ৷ পাশাপাশি এটা জানানো হয়েছে, অ্যাড্রেস প্রুফের মাধ্যমে অফলাইন ও অনলাইন দুটি পদ্ধতিতে অ্যাড্রেস আপডেট করার সুবিধা রয়েছে ৷ অনলাইন আপডেট করতে চাইলে UIDAI এর ওয়েবসাইট ssup.uidai.gov.in/ssup/ ভিজিট করতে হবে ৷

advertisement

দেখে নিন অনলাইনে ঠিকানা আপডেট করার জন্য কী করতে হবে-

>> UIDAI এর ওয়েবসাইটে গিয়ে ‘Proceed to Update এ ক্লিক করতে হবে

>> ১২ অঙ্কের আধার নম্বর দিয়ে সিকিউরিটি ও ক্যাপচা কোড দিতে হবে

>> এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে

>> আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি

advertisement

>> এরপর লগইন-এ ক্লিক করতে হবে

>> লগইন করতেই আধার সংক্রান্ত পুরো ডিটেলস আপনার স্ক্রিনে চলে আসবে

>> এখানে নিজের অ্যাড্রেস বদলে ফেলুন এবং যে কোনও একটি তথ্য যা >> আপনার ঠিকানার প্রমান পত্র সেটি স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন

দেখে নিন অফলাইনে কী ভাবে আবেদন করবেন

>> নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট ফর্ম ফিলআপ করতে হবে

advertisement

>> ফর্ম জমা করুন এবং ভেরিফিকেশনের জন্য বায়োমেট্রিক্স জমা দিতে হবে

>> কর্মচারীরা আপনাকে একটি রসিদ দেবে যেখানে একটি আপডেট রিকোয়েস্ট নম্বর থাকবে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

>> এই URN ব্যবহার করে আধার আপডেশন স্টেট্যাস ট্র্যাক করা যেতে পারবে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আধার কার্ড সংক্রান্ত এই পরিষেবা এবার বন্ধ করল UIDAI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল