ঠিকঠাক গাড়ি পেল তো, কোনও অসুবিধা হচ্ছে না তো – সন্তান বাইরে বেরলে চিন্তার শেষ থাকে না মা-বাবার। তাই ‘Uber for Teens’-এ থাকছে জিপিএস ট্র্যাকিং এবং রিয়েল টাইম রাইড ট্র্যাকিং। অর্থাৎ সন্তানকে কোন পথ দিয়ে ক্যাব গন্তব্যে নিয়ে যাচ্ছে, সবটাই বোঝা যাবে। পাশাপাশি অ্যাপেই এমার্জেন্সি বাটনও দেওয়া হয়েছে। কোনও সমস্যা হলে এক ক্লিকেই জানতে পারবেন মা-বাবা। শুধু তাই নয়, মা-বাবা সন্তানের নামে অ্যাকাউন্টও খুলতে পারবেন অ্যাপে। গাড়ি বুক করতে পারবেন। আবার কিশোর ইউজার তাঁর অ্যাকাউন্ট তৈরি করে অভিভাবককে গার্ডিয়ান হিসেবে যোগ করার সুবিধাও থাকবে। এই প্রসঙ্গে উবের ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার প্রধান প্রভজীত সিং বলেন, “ভারতে পরিবহণে কিশোর-কিশোরীদের জন্য কিছু সমস্যা রয়েছে, এ কথা স্বীকার করতেই হবে। এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি আমরা। অভিভাবকরা এই পরিষেবাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন। কিশোর-কিশোরীরা খুব সহজে এটা ব্যবহারও করতে পারবে।“
advertisement
সম্প্রতি গ্রাহকদের উপর একটি সমীক্ষা চালিয়েছিল উবের। সেখানে ৯২ শতাংশ অভিভাবক জানিয়েছেন, নির্ভরযোগ্য পরিবহণ না থাকায় সন্তানদের দরকারি কাজে পাঠাতে পারেননি তাঁরা। ৭২ শতাংশ অভিভাবক জানিয়েছেন, ছেলেমেয়েকে বাইরে পাঠালে নিরাপত্তাই তাঁদের কাছে সবার আগে। স্কুলের পর খেলা বা এক্সট্রাক্যারিকুলার অ্যাকটিভিটিজের জন্য নিজের গাড়িতেই সন্তানকে নিয়ে যান ৬৩ শতাংশ অভিভাবক। ৬১ শতাংশ অভিভাবক সন্তানকে কোচিংয়ে পাঠান নিজেদের গাড়িতেই। সমীক্ষায় উঠে এসেছে এমনটাই। যখন অভিভাবকদের প্রশ্ন করা হয়, তাঁরা কি কিশোর সন্তানদের জন্য নির্দিষ্ট রাইডশেয়ার পরিষেবা চান? উত্তরে ৯৩ শতাংশ বলেন, যদি নিরাপদ ও নির্ভরযোগ্য হয় তবেই। এর মধ্যে ৬৪ শতাংশ নিয়মিত ব্যবহার করার কথা জানিয়েছেন।