আরও পড়ুন-গরম বাড়লে উপদ্রব তুঙ্গে উঠবে মাছির, জেনে নিন রেহাই মিলবে কী ভাবে ?
জানা গিয়েছে, ওই তালিকায় প্রথম স্থান দখল করেছে ডেল (Dell)। TRA-র ব্র্যান্ড ট্রাস্ট রিপোর্টে (BTR) ২০২২-এ ডেলকে তৃতীয় বছরে ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবে স্থান দেওয়া হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মোবাইল সংস্থা এমআই (Mi)। এছাড়াও ওই তালিকায় তৃতীয় স্থান দখল করেছে স্যামসাং মোবাইল (Samsung)। তবে শুধুমাত্র চলতি বছর অর্থাৎ ২০২২-এ নয়, গত বছর অর্থাৎ ২০২১ সালেও তালিকায় এই সংস্থাগুলিই তাদের নাম ধরে রাখে একইভাবে এক অবস্থানে। আশ্চর্যজনক ভাবে ওই তালিকায় টাটা গোষ্ঠীর উৎপাদিত ৩৬টি পণ্যের নাম রয়েছে। টেলিভিশন কোম্পানিগুলির মধ্যে ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে এলজি (LG)। তবে ওই তালিকায় এলজি রয়েছে তালিকার চতুর্থ নম্বরে। এবার বহু কোম্পানিকে পিছনে ফেলে নিজেদের তালিকার প্রথম সারিতে অর্থাৎ পাঁচ নম্বরে রয়েছে অ্যামাজন (Amazon)। গত বছর অ্যামাজনের নাম ছিল ১১ নম্বরে।
advertisement
এ ছাড়াও তালিকার ষষ্ঠতম স্থানে রয়েছে এলআইসি (LIC)। ওই তালিকায় যথাক্রমে সপ্তম, অষ্টম এবং নবম স্থানে যথাক্রমে রয়েছে, গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লিউ (BMW), ঘড়ি কোম্পানির জগতে অন্যতম প্রতিষ্ঠান টাটা গোষ্ঠীর টাইটান (Titan) এবং ল্যাপটপ প্রস্তুতকারী সংস্থা লেনোভো (Lenovo)। এ ছাড়াও ওই তালিকায় রয়েছে সোনি (Sony) ইলেকট্রনিক্স, টাটা গোষ্ঠীর টাটা লবণ (Tata Salt)। তালিকার ১৪ নম্বরে রয়েছে টাটার তনিষ্ক (Tanishq)। তালিকার ১৫ তম স্থানে রয়েছে আইসিআইসিআই (ICICI)।
আরও পড়ুন-নিছক সংস্কার নয়, বাড়ির প্রবেশপথে লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখার বৈজ্ঞানিক কারণ জানেন কি?
TRA রিসার্চের কর্ণধার এন. চন্দ্রমৌলি, গবেষণার এই ফলাফলগুলি বিশদভাবে বর্ণনা করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, “এই বছরের প্রতিবেদনটি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা। কারণ কিছু সংস্থার উল্লেখযোগ্য কিছু পণ্য অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে লাভ করেছে৷ উদাহরণ হিসাবে চন্দ্রমৌলি টাটা গ্রুপের উৎপাদিত পণ্যের নাম উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, এই তালিকায় প্রবেশ করেছে গোদরেজ (Godrej) কোম্পানির ৯টি ব্র্যান্ড। রয়েছে আমুল (Amul), এলজি (LG), এমঅ্যান্ডএম এবং রিলায়েন্সের (RIL) ৭টি ব্র্যান্ড রয়েছে প্রতিবেদনে ৷ আমুল, এলজি, এমঅ্যান্ডএম, স্যামসাং-এর প্রত্যেকটিতে ৮টি ব্র্যান্ড রয়েছে এবং রিলায়েন্সের ৭টি ব্র্যান্ড রয়েছে এই রিপোর্টে।"