ভারতের শীর্ষস্থানীয় ১০০০টি ব্র্যান্ডকে বাছাইয়ের পর, দেশের ১৬টি শহরের ২০০০ জন গ্রাহক ও ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি সমীক্ষা চালায় TRA। এরপর প্রতি বছর একটি পছন্দের তালিকা প্রকাশ করা হয়। এটাকেই TRA রিপোর্ট বলা হয়।
TRA রিসার্চের সিইও (CEO, TRA Research) এন চন্দ্রমৌলি (N. Chandramouli) বলেছেন, “ল্যাপটপের ক্ষেত্রে Dell ভারতীয়দের সর্বাধিক পছন্দের তালিকায় উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী ১০০০ টি ব্র্যান্ডের মধ্যে প্রথম ৫০-এ ১৮টি হল ভারতীয় ব্র্যান্ড, ৯টি মার্কিন ব্র্যান্ড, ৮টি দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড ও ৭টি চিনা ব্র্যান্ড নিজেদের জায়গা করে নিয়েছে।’’
advertisement
রিপোর্ট অনুযায়ী দূরন্ত গতিতে উপরের দিকে এসেছে Oppo। গতবারের থেকে এক লাফে ২৭ ধাপ এগিয়ে ষষ্ঠস্থান দখল করে নিতে পেরেছে এই সংস্থা। LG Refrigerator ২০২০ সালের রিপোর্টকে চ্যালেঞ্জ করে ২২ ধাপ এগিয়ে সপ্তম স্থান দখল করেছে। আবার শীর্ষ স্থান থেকে ৭ ধাপ পিছিয়ে গিয়েছে Samsung Mobile। গত সমীক্ষায় Vivo পিছনের সারিতে থাকলেও এবার অনেকটা এগিয়ে দশম স্থান অর্জন করেছে।