TRENDING:

TRAI-এর আলোচনায় সিদ্ধান্ত, পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে IUC চার্জ

Last Updated:

সম্প্রতি অনুষ্ঠিত Telecom Regulation Authority of India (TRAI)-এর আলোচনাসভায় মোবাইল কল টার্মিনেশনে ৬ পয়সার IUC চার্জ বন্ধ করে দেওয়ার পক্ষে ছিল বেশিরভাগ মোবাইল পরিষেবা সংস্থাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি অনুষ্ঠিত Telecom Regulation Authority of India (TRAI)-এর আলোচনাসভায় মোবাইল কল টার্মিনেশনে ৬ পয়সার IUC চার্জ বন্ধ করে দেওয়ার পক্ষে ছিল বেশিরভাগ মোবাইল পরিষেবা সংস্থাই। এই সিদ্ধান্তের বিরোধিতা করে শুধুমাত্র দুটি টেলিকম সংস্থা-- এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া। কিন্তু সংখ্যাগরিষ্টতার দিক থেকে বিচার করে পয়লা জানুয়ারি থেকে  IUC চার্জ বন্ধ করার সিদ্ধান্তেই অনড় থাকে  TRAI ।
advertisement

দেশের নানা প্রান্ত থেকে উপভোক্তা সহ ১৫৫ জন অংশগ্রহণ করেছিলেন  TRAI-এর আলোচনাসভায় । উপস্থিত ছিল রিলায়েন্স জিও (Reliance Jio) , বিএসএনএল (BSNL), এমটিএনএল ( MTNL )-এর মত টেলিকম পরিষেবা সংস্থা। আগামী বছরের পয়লা জানুয়ারিই কি Bill and Keep (B&K) প্রথার সূচনা হবে, নাকি তারিখ খানিক পিছিয়ে দেওয়া হবে ? মূলত এই বিষয়ে আলোচনা করতেই 'ওপেন হাউজ' বৈঠকের আয়োজন করা হয়। টেলিকম কমিশনের প্রাক্তন সদস্য (টেকনোলজি) এস এস সিরোহি জানান, '' TRAI রেগুলেশন পেপার ২০১৭-র সিদ্ধান্ত মোতাবেক,  ১ জানুয়ারি থেকে IUC চার্জ কাটা বন্ধ করে দিতে চায় ওপেন হাউজ।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে  বিপুল লোকসান হয়েছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল-এর। মোট ক্ষতির অঙ্ক প্রায় ৭৪,০০০ কোটি টাকা। যারমধ্যে ভোডাফোন আইডিয়ার ক্ষতি ৫০,৯২১ কোটি, এয়ারটেলের ২৩,০৪৫ কোটি। পরিস্থিতির মোকাবিলা করতে ত্রাণ প্যাকেজের আর্জি জানিয়েছে ভোডাফোন।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
TRAI-এর আলোচনায় সিদ্ধান্ত, পয়লা জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে IUC চার্জ