দেশের নানা প্রান্ত থেকে উপভোক্তা সহ ১৫৫ জন অংশগ্রহণ করেছিলেন TRAI-এর আলোচনাসভায় । উপস্থিত ছিল রিলায়েন্স জিও (Reliance Jio) , বিএসএনএল (BSNL), এমটিএনএল ( MTNL )-এর মত টেলিকম পরিষেবা সংস্থা। আগামী বছরের পয়লা জানুয়ারিই কি Bill and Keep (B&K) প্রথার সূচনা হবে, নাকি তারিখ খানিক পিছিয়ে দেওয়া হবে ? মূলত এই বিষয়ে আলোচনা করতেই 'ওপেন হাউজ' বৈঠকের আয়োজন করা হয়। টেলিকম কমিশনের প্রাক্তন সদস্য (টেকনোলজি) এস এস সিরোহি জানান, '' TRAI রেগুলেশন পেপার ২০১৭-র সিদ্ধান্ত মোতাবেক, ১ জানুয়ারি থেকে IUC চার্জ কাটা বন্ধ করে দিতে চায় ওপেন হাউজ।''
advertisement
প্রসঙ্গত, এই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিপুল লোকসান হয়েছে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল-এর। মোট ক্ষতির অঙ্ক প্রায় ৭৪,০০০ কোটি টাকা। যারমধ্যে ভোডাফোন আইডিয়ার ক্ষতি ৫০,৯২১ কোটি, এয়ারটেলের ২৩,০৪৫ কোটি। পরিস্থিতির মোকাবিলা করতে ত্রাণ প্যাকেজের আর্জি জানিয়েছে ভোডাফোন।