TRENDING:

Trump India Tour| ভারত-আমেরিকার মধ্যে বাড়ছে বাণিজ্য, কমছে ঘাটতি

Last Updated:

২০১৪-১৫ আর্থিক বছরে ভারতের মোট আমদানির পরিমাণ ছিল ২ হাজার কোটি মার্কিন ডলার৷ ২০১৮-১৯ আর্থিক বছরে তা হয়েছে ৩ হাজার ৫৫০ কোটি মার্কিন ডলার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১৮-১৯ আর্থিক বছরে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য-সঙ্গী মার্কিন যুক্তরাষ্ট্র৷ চিনকে টপকে উঠে এসেছে আমেরিকা৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানির পরিমাণও বেড়েছে৷ একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেড়েছে আমদানিও৷ যার নির্যাস, ভারত-মার্কিন ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি কমেছে অনেকটাই৷
advertisement

২০১৪-র এপ্রিল থেকে ৫ বছরের ডেটা বলছে, ভারতের রফতানি বেড়েছে দুর্দান্ত হারে৷ ২০১৪-১৫ আর্থিক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৫ হাজার ২০০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে ভারত৷ কিন্তু খুব টাকার আমদানিও করেছে সে বছর৷ ২০১৪-১৫ আর্থিক বছরে ভারতের মোট আমদানির পরিমাণ ছিল ২ হাজার কোটি মার্কিন ডলার৷ ২০১৮-১৯ আর্থিক বছরে তা হয়েছে ৩ হাজার ৫৫০ কোটি মার্কিন ডলার৷

advertisement

বাণিজ্য ঘাটতি কি? রফতানি ও আমদানির মধ্যে ফারাককেই বাণিজ্য ঘাটতি বলে৷ এই ঘাটতি বৃদ্ধি পাওয়া মানে আমদানি-রফতানির ভারসাম্যে গলদ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনেকটা বাণিজ্য ঘাটতি ঠিক নয়৷ তিনি চাইছেন দু দেশের বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্য আসুক৷

ভারতের চড়া শুল্ক নিয়ে বারবার সরব হয়েছেন ট্রাম্প৷ কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বাজারে ভারতের তৈরি পণ্যের দাম অনেকটই বেশি৷ সাম্প্রতিক বাণিজ্য ঘাটতির ডেটা বলছে, ভারত-মার্কিন বাণিজ্য ঘাটতি বেশ অনেকটাই কমেছে৷ ২০১৯ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে তা কমে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Trump India Tour| ভারত-আমেরিকার মধ্যে বাড়ছে বাণিজ্য, কমছে ঘাটতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল