TRENDING:

দাম কমতেই কদর নেই টম্যাটোর? জমিতে শুকিয়ে নষ্ট হচ্ছে লাল টুকটুকে সবজি! তোলার লোক নেই, কেন এই মর্মান্তিক পরিস্থিতি?

Last Updated:

Tomato Farming: নতুন সমস্যা সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার টম্যাটো ক্ষেত্রে‌। টম্যাটো তোলার লোক পাওয়া যাচ্ছে না। ফলে বিপুল পরিমাণে টম্যাটো মাঠেই নষ্ট হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: নতুন সমস্যা সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার টমেটো চাষিদের ক্ষেত্রে‌। টমেটো তোলার লোক পাওয়া যাচ্ছে না। ফলে বিপুল পরিমাণে টমেটো মাঠেই নষ্ট হচ্ছে। আসলে কিছুদিন আগে টমেটোর দাম প্রচুর পরিমাণে কমে যাওয়ায়, চাষিরা তখন টমেটো তোলার দিকে জোর দেয়নি।ফলে এই ফসল দেখভালের ক্ষেত্রে শিথিলতা আসে। কর্মীরাও চলে যায় অন্য কাজে।
advertisement

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রভাব হাজার হাজার স্কুলে! কী হবে বাংলার শিক্ষার ভবিষ্যৎ?

রোদের আঁচ যতই বাড়ুক, শুকোবে না গোলাপ! গাছ উপচে পড়বে তরতাজা ফুলে…করুন এই ছোট্ট কাজ! কোনও খরচাই নেই

এদিকে টমেটোর দাম কিছুটা বাড়লেও চাষি নতুন করে টমেটো তুলতে চাইলে প্রয়োজনীয় কর্মী পাচ্ছেন না। এছাড়াও জল পাওয়া যাচ্ছে না। ফলে গাছগুলিকে বাঁচিয়ে রাখা যাচ্ছে না। কয়েক মাস আগেও সহজলভ্য টমেটো এখন জমিতেই নষ্ট হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বহু চাষি টমেটো জমিতেই ফেলে রাখতে বাধ্য হচ্ছেন, যা শেষমেশ নষ্ট হয়ে যাচ্ছে বা গবাদি পশুর খাদ্যে পরিণত হচ্ছে।

advertisement

এদিকে বেশ কিছুদিন টমেটোর দাম কমায় বাজারে টমেটো নিয়ে আসার অনীহা ছিল চাষিদের। ফলে বাজারে আমদানি ও চাহিদার ঘাটতির জেরে দাম বেড়েছে। কিন্তু বাজারে টমেটো আনার মত লোকের অভাব দেখা দিয়েছে। এদিকে রাজ্যের পাশাপাশি ব্যাঙ্গালুরু থেকেও টমেটো আমদানি হয়, কিন্তু এবার সেখানেও ব্যাপক ফলন হয়েছে। ফলে সব মিলিয়ে বাংলার টমেটো চাষিরা একপ্রকার উভয় সংকটে পড়ে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা দেখছেন।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দাম কমতেই কদর নেই টম্যাটোর? জমিতে শুকিয়ে নষ্ট হচ্ছে লাল টুকটুকে সবজি! তোলার লোক নেই, কেন এই মর্মান্তিক পরিস্থিতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল