TRENDING:

ATM Fraud : যে ভাবে হয়ে থাকে জালিয়াতি, জেনে নিন বাঁচার কিছু সহজ উপায়

Last Updated:

ব্যাঙ্ক গ্রাহকদের ২৪ ঘণ্টাই এটিএমের মাধ্যমে টাকা তোলার সুবিধা দিয়ে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  আমরা এটিএম থেকে টাকা তোলার সময়ে কি খেয়াল রাখি এই বিষয়টি ? যদি না রেখে থাকি তাহলে এখনই সাবধান হতে হবে ৷ ব্যাঙ্ক গ্রাহকদের ২৪ ঘণ্টাই এটিএমের মাধ্যমে টাকা তোলার সুবিধা দিয়ে থাকে ৷ তবে দিনের পর দিনের ক্রমবর্ধমান এটিএম জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে ৷ তবে একটু সাবধান হতে পারলেই কেল্লাফতে ৷
advertisement

এটিএম থেকে টাকা তোলার সময়ে একটি বিষয় মাথায় রাখতে হবে যেই এটিএমে আপনি টাকা তুলতে গিয়েছেন সেই এটিএম ঠিক কতখানি সুরক্ষিত ? এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করার সময়ে বিপদ হতে পারে যদি আপনার কার্ডটি ক্লোন করার মত বিপর্যয় দেখা যায় ৷ ক্লোন অর্থাৎ কার্ডটির থেকে সমস্ত তথ্যচুরি করে অন্য একটি কার্ড তৈরি করা ৷

advertisement

কীভাবে চুরি হয়ে থাকে আপনার সব তথ্য ?

এটিএম মেশিয়ে কার্ড ইনসার্ট করার জায়গায় থেকেই যাবতীয় তথ্য চুরি হয়ে থাকে ৷ এটিএম মেশিনে কার্ডের স্লটে এমন একটি যন্ত্রাংশ লাগিয়ে রাখে যাতে সেখানে আপনার এটিএম কার্ড ইনসার্ট করলে আপনার এটিএম কার্ডের সব তথ্য জমা হয়ে যায় এটিএম মেশিনে ৷ তারপরেই ব্লুটুথ বা অন্য কোনও মাধ্যমে সমস্ত ডেটা হ্যাকাররা চুরি করে থাকে ৷

advertisement

এই বিপর্যয় থেকে বাঁচতে আপনি যা যা করবেন -

আপনার ডেবিট কার্ডের সম্পূর্ণ তথ্য পেতে হ্যাকারের এটিএম পিন নম্বর দরকার হয়ে থাকে ৷ যেকোনও মূল্যে হ্যাকার পিন নম্বর হাতাতে চায় ৷ তাই এটিএম মেশিনে আপনার পিন টাইপ করার সময়ে অন্য হাতে তা লুকিয়ে রাখতে হবে ৷ যাতে কোনও ভাবেই সিসিটিভি ফুটেজে আপনার পিন ধরা না পড়ে ৷

advertisement

আরও পড়ুন : এলআইসি পলিসির গুরুত্বপূর্ণ নথি নষ্ট হলে এই ভাবেই পেতে পারেন আবার . . .

যখনই আপনি এটিএমে যাবেন তখনই খেয়াল রাখবেন এটিএম স্লটের দিকে ৷ দেখে নেবেন এটিএম কার্ডের স্লট যদি ঢিলেঢালা থাকে তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হবেন ৷ অর্থাৎ কেউ আগে অন্যের তথ্য স্ক্যান করে তথ্য চুরি করতে চেয়েছিল ৷

advertisement

কার্ড স্লটে কার্ড ইনসার্ট করার সময়ে খেয়াল রাখবেন এটিএম কার্ড স্লটে যদি সবুজ আলো জ্বলে তাহলে এটিএম মেসিনটি সুরক্ষিত আছে তবে লাল আলো বা কোনও আলো যদি ফ্ল্যাশ না হয়ে থাকে সেই এটিএম সুরক্ষিত নয় অর্থাৎ আপনি সেই এটিএম ব্যবহার করবেন না ৷

আরও পড়ুন : দেশের ১০টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকা দেখে নিন, কলকাতা কত নম্বরে ?

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এমন যদি কখনও হয়ে থাকে চোরের ফাদে আপনি পা দিয়েছেন অথচ তখন ব্যাঙ্ক বন্ধ দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করুন ৷ একবার দেখে নেবেন আসে পাশে কার ব্লুটুথ কানেকশন সক্রিয় আছে ৷ এর মাধ্যমেই আপনি অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ATM Fraud : যে ভাবে হয়ে থাকে জালিয়াতি, জেনে নিন বাঁচার কিছু সহজ উপায়