উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন টাইম টেবল জারি করার পর তিন জোড়া ট্রেনের সময়ে বড় বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ উত্তর রেলওয়ের মুখ্য জনসম্পর্ক আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে 20503/02504 ডিব্রুগড়-নয়াদিল্লি-ডিব্রুগড় সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের সঞ্চালনের সময়ে বদল করা হবে ৷ নয়া টাইম টেবল লাগু হওয়ার পর এই ট্রেন সপ্তাহে একদিনের বদলে পাঁচদিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
এছাড়া 54769/54770 তিলক ব্রিজ-রোহতক-তিলক ব্রিজ ও 54423/54424 দিল্লি জংশন-ভিবানি-দিল্লি জংশন প্যাসেঞ্জার ট্রেনেরও নয়া টাইম টেবল লাগু হওয়ার পর ট্রেনের রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ট্রেন সংখ্যা 54769/54770 তিলক ব্রিজ-রোহতক-তিলক প্যাসেঞ্জারের ভিবানি পর্যন্ত, 54423/54424 দিল্লি জংশন-ভিবানি-দিল্লি জংশন প্যাসেঞ্জার ট্রেন হিসার পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
এখনও পর্যন্ত ট্রেনের নতুন টাইম টেবল জারি করা হয়নি ৷ সাধারণত অক্টোবর মাসে ট্রেনের নতুন টাইম টেবল জারি করা হয়ে থাকে ৷ এখনও নতুন টাইম টেবল তৈরি করা হয়নি ৷ এর জন্য কোনও নির্দিষ্ট তারিখও ঠিক করা হয়নি ৷ রেলের তরফে জানানো হয়েছে এখনও টাইম টেবল তৈরি হয়নি ৷ একবার চূড়ান্ত হয়ে গেলে সকলকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে ৷