TRENDING:

মোদি সরকারের এই স্কিমে স্ত্রীর নামে খুলুন অ্যাকাউন্ট, প্রতি মাসে মিলবে বিপুল টাকা

Last Updated:

National Pension Scheme-এ ইনভেস্ট করে আপনিও আপনার স্ত্রীকে আত্মনির্ভর করে তুলতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পরিবারের কী আপনি একা রোজগার করেন ? আপনার স্ত্রী কি হোমমেকার ? মূল্যবৃদ্ধির এই বাজারে একজনের আয়ের উপর সংসার চালানো বেশ মুশকিল ৷ সকলের সমস্যার কথা মাথায় রেখেই স্কিম নিয়ে এসেছে মোদি সরকার ৷ এই স্কিমে টাকা ইনভেস্ট করে রোজগারের বিষয়ে কিছুটা নিশ্চিত হতে পারবেন ৷ পাশাপাশি আপনার স্ত্রীও আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন ৷ এছাড়া আপনার অনুপস্থিতিতে তাঁর নিয়মিত আয় হতে থাকবে ৷ National Pension Scheme-এ ইনভেস্ট করে আপনিও আপনার স্ত্রীকে আত্মনির্ভর করে তুলতে পারবেন ৷
advertisement

আপনার স্ত্রী নামে নিউ পেনশন সিস্টেম অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার স্ত্রীর ৬০ বছর বয়স হলে তখন একবারে টাকা দেবে ৷ এছাড়া প্রতিমাসে পেনশন হিসেবে রেগুলার ইনকামও হবে ৷ এই স্কিমে আপনি ঠিক করতে পারবেন যে আপনার স্ত্রী কত টাকা পেনশন পাবেন ৷ এর জেরে ৬০ বছর বয়সের পর পেনশনের জন্য আপনার স্ত্রীকে কারও উপর নির্ভর করতে হবে না ৷

advertisement

এই স্কিমে আপনার সুবিধা অনুযায়ী, প্রতি মাসে বা বছরে টাকা জমা দিতে পারবেন ৷ ১০০০ টাকা থেকে এনপিএস-এ স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ৬০ বছর বয়স হতেই অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার স্ত্রীর ৬৫ বছর পর্যন্তও এই অ্যাকাউন্ট চালাতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এনপিএস স্কিমে ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যে কোনও বেতনভোগী ব্যক্তি ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে দু’ধরনের অ্যাকাউন্ট হয় ৷ Tier-I ও Tier-II ৷ Tier-I রিটায়েরমেন্ট অ্যাকাউন্ট হয় যা সমস্ত সরকারি কর্মীদের জন্য খোলা বাধ্যতামূলক ৷ Tier-II-এ ভলান্টিয়ার অ্যাকাউন্ট হয় ৷ এখানে যে কোনও বেতনভোগী ব্যক্তি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন ৷ এবং যে কোনও সময় টাকা তুলে নিতে পারেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মোদি সরকারের এই স্কিমে স্ত্রীর নামে খুলুন অ্যাকাউন্ট, প্রতি মাসে মিলবে বিপুল টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল