আপনার স্ত্রী নামে নিউ পেনশন সিস্টেম অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার স্ত্রীর ৬০ বছর বয়স হলে তখন একবারে টাকা দেবে ৷ এছাড়া প্রতিমাসে পেনশন হিসেবে রেগুলার ইনকামও হবে ৷ এই স্কিমে আপনি ঠিক করতে পারবেন যে আপনার স্ত্রী কত টাকা পেনশন পাবেন ৷ এর জেরে ৬০ বছর বয়সের পর পেনশনের জন্য আপনার স্ত্রীকে কারও উপর নির্ভর করতে হবে না ৷
advertisement
এই স্কিমে আপনার সুবিধা অনুযায়ী, প্রতি মাসে বা বছরে টাকা জমা দিতে পারবেন ৷ ১০০০ টাকা থেকে এনপিএস-এ স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ ৬০ বছর বয়স হতেই অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, আপনার স্ত্রীর ৬৫ বছর পর্যন্তও এই অ্যাকাউন্ট চালাতে পারবেন ৷
এনপিএস স্কিমে ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যে কোনও বেতনভোগী ব্যক্তি ইনভেস্ট করতে পারবেন ৷ এখানে দু’ধরনের অ্যাকাউন্ট হয় ৷ Tier-I ও Tier-II ৷ Tier-I রিটায়েরমেন্ট অ্যাকাউন্ট হয় যা সমস্ত সরকারি কর্মীদের জন্য খোলা বাধ্যতামূলক ৷ Tier-II-এ ভলান্টিয়ার অ্যাকাউন্ট হয় ৷ এখানে যে কোনও বেতনভোগী ব্যক্তি ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন ৷ এবং যে কোনও সময় টাকা তুলে নিতে পারেন ৷