যেসব জিনিসে জিএসটি ৫% করা হয়েছে- মাথার তেল, টয়লেট সাবান, সাবান বার, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, কিচেনওয়্যার এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী।
যেসব জিনিসের জিএসটি ৫% থেকে শূন্য করা হয়েছে- দুগ্ধজাত সামগ্রী, ছানা এবং পনির। সমস্ত রুটি, পরোটায় জিএসটি শূন্য। অর্থাৎ কোনও কর দিতে হবে না।
advertisement
আগে ১২% বা ১৮% ছিল, তা থেকে ৫% করা হল-
বেশ কিছু খাবার জিনিস- নোনতা খাবার, ভুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কফি, সংরক্ষিত মাংস, কর্নফ্লেক্স, মাখন, ঘি।
২৮% থেকে ১৮% এ হ্রাস- এয়ার কন্ডিশনিং মেশিন, ৩২ ইঞ্চির বেশি টিভি, সমস্ত টিভি এখন ১৮%, ডিশওয়াশিং মেশিন, ছোট গাড়ি, ৩৫০ সিসি বা তার কম মোটরসাইকেল।
সূত্রের খবর, ৩৩টি জীবনদায়ী ওষুধের দাম কমবে। এর আগে পণ্য ও পরিষেবা করের কাঠামোয় সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ব্যক্তিগত জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা থেকে জিএসটি প্রত্যাহারের পথে কেন্দ্র এগোতে শুরু করেছে বলেই মনে করা হচ্ছে।
