TRENDING:

৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় চাকরি হারাতে চলেছেন হাজার হাজার কর্মীরা

Last Updated:

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর এই সংস্থাগুলিতে কর্মরত কয়েক হাজার মানুষ চাকরি হারাতে চলেছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সীমান্তে উত্তেজনার মধ্যেই চিনকে ডিজিটাল প্রত্যাঘাত ভারতের। টিকটক, শেয়ার ইট, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল মোদি সরকার। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের পর এই সংস্থাগুলিতে কর্মরত কয়েক হাজার মানুষ চাকরি হারাতে চলেছেন ৷ আনুমানিক ১০ থেকে ১২ হাজার জন এই সংস্থাগুলিতে কাজ করছিলেন ৷ সীমান্তে উত্তেজনার জেরে কেন্দ্র সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কংর প্রসাদ ট্যুইটে জানিয়েছেন, এই অ্যাপগুলি সম্পর্কে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছিল ৷ ডেটা সিকিউরিটি ও প্রাইভেসির জন্য অত্যন্ত বিপজ্জনক এই অ্যাপ ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement

এই ৫৯টি চাইনিজ অ্যাপের বেশিরভাগ সংস্থায় ১০ থেকে ১২ হাজার জন চাকরি করতেন ৷ কিন্তু ১০-১৫ টি সংস্থায় ৪০০ থেকে ৫০০ জন কাজ করতেন ৷ বন্ধ করা হয়েছে যে অ্যাপসগুলি সেগুলি হল টিকটক, শেয়ারচ্যাট, ইউসি ব্রাউজার, হ্যালো, বিগো লাইভ, সেলফিসিটি, মেল মাস্টার, প্যারালাল স্পেস,Mi Video Call -Xiaomi, WeSync এর মতো অ্যাপস সামিল রয়েছে যা দেশের মধ্যে বেশ জনপ্রিয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ভারতীয় নিরাপত্তা এজেন্সি বেশ কয়েকদিন আগে থেকেই চিনা অ্যাপগুলি দেশের জন্য বিপজ্জনক বলে জানিয়েছিল ৷ এজেন্সির তরফে কেন্দ্র সরকারের কাছে আবেদন করা হয়েছিল এই অ্যাপ ব্যান করে দেওয়া হোক বা মোবাইল ফোন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ কারণ চিনা অ্যাপের মাধ্যমে ভারতীয়দের ডেটা হ্যাক করা হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় চাকরি হারাতে চলেছেন হাজার হাজার কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল