হোম লোন নেওয়ার সময় প্রথমেই দেখতে হবে কোন ব্যাঙ্কের ঋণ সস্তা। এখানে তারই একটা তালিকা দেওয়া হল।
এসবিআই: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনের জন্য ৮.৫৫ শতাংশ থেকে ১২.৩৫ শতাংশ পর্যন্ত সুদ নেয়। প্রসেসিং ফি ১০,০০০ টাকা।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: শতাব্দী প্রাচীন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে হোম লোনের আবেদন করা যায়। এই ব্যাঙ্ক গ্রাহকদের ৮ শতাংশ সুদের হারে ঋণ দেয়।
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৭.৫০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। পরিমাণ এবং মেয়াদ যত বেশি ঋণও তত বেশি। ০.৫ শতাংশ প্রসেসিং ফি দিতে হবে।
এইচডিএফসি ব্যাঙ্ক: এইচডিএফসি ব্যাঙ্ক ৮.১ শতাংশ থেকে ৮.৯ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। ব্যাঙ্কটির আরএলএলআর ৮.১ শতাংশ। ০.৫ শতাংশ প্রসেসিং ফি চার্জ করে।
ইউনিয়ন ব্যাঙ্ক: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আরএলএলআর হার ৮.৭ শতাংশ৷ এই ব্যাঙ্ক ৮.২৫ শতাংশ থেকে ১০.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। ০.৫০ শতাংশ প্রসেসিং ফি চার্জ করা হয়।
এলআইসি এইচএফএল হোম লোন: ৬.৯০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে এলআইসি। মেয়াদ ৫ বছর থেকে ৩০ বছরের মধ্যে পরিবর্তিত হয়। ঋণের পরিমাণ এবং মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুদের হারও বাড়ে। ০.২৫ শতাংশ প্রসেসিং ফি চার্জ করা হয়।
আরও পড়ুন: কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? শীত কমবে না বাড়বে? জানাল আবহাওয়া দফতর
অ্যাক্সিস ব্যাঙ্ক: এলআইসি-র মতো অ্যাক্সিস ব্যাঙ্কও ৬.৯০ শতাংশ সুদের হারে হোম লোন দিচ্ছে। ০.৫০ শতাংশ প্রসেসিং ফি দিতে হয়।
ব্যাঙ্ক অফ বরোদা: ব্যাঙ্ক অফ বরোদায় ৬.৯০ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ সুদের হারে হোম লোন পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: তখন বনাম এখন, করোনার উপসর্গ সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে দেখে নিন, সজাগ থাকুন!
কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ৮.৩০ শতাংশ হারে লোম লোন দিচ্ছে। অনলাইনে আবেদন করলে প্রসেসিং ফি মকুব করে দেওয়া হয়।