TRENDING:

এই ভিডিও আপনাকে বোঝাবে কীভাবে প্রতিটা ভোট মূল্যবান ও তা বিরাট তফাৎ তৈরি করতে পারে

Last Updated:

Network 18 ও HDFC Life এর তরফে নেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলকে ভোট দেওয়ায় উৎসাহিত করা ৷ #AajSawaaroApnaKal​

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লোকসভা নির্বাচন নিয়ে জাতীয় রাজনীতি সরগরম ৷ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহাসংগ্রাম ৷ এবারের লোকসভা নির্বাচনের কি পালা বদল হতে চলেছে নাকি ফের ক্ষমতায় ফিরবে মোদি সরকার ৷ দেশের সমস্ত জায়গায় এখন এটাই আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে ৷ কিন্তু তার মধ্যেও এমন অনেকজনই আছেন যারা এই নির্বাচন থেকে নিজেদের অনেকটাই সরিয়ে রেখেছেন ৷
advertisement

২০১৪ সালে লোকসভা নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ৮৪৩ মিলিয়ন ৷ তাদের মধ্যে কেবল ৬৬% নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন ৷ বাকি ৩৪ শতাংশ ভোট না দিয়ে বাকিদের দেশের ভবিষ্যৎ ঠিক করতে দিয়েছিলেন ৷

৯০০ মিলিয়ন ভোটার সংখ্যা নিয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে এখনও পর্যন্ত সাংবিধানিক ইতিহাসে দেশের সবচেয়ে বড় নির্বাচন হতে চলেছে ৷ ২০১৪ সালের তুলনায় ভোটাদাতার সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ এর মূল কারণ হতে চলেছে বিপুল সংখ্যাক ফার্স্ট টাইম ভোটার ৷ আমরা যদি আমাদের ১০০ শতাংশ ভোটাধিকার প্রয়োগ না করি তাহলে কী আশা করব যে সরকার ১০০% দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ?

advertisement

আপনার একটি ভোটে কোনও প্রভাব পড়বে না এই ভাবনা সম্পূর্ণ ভুল ৷ আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ দেশের সঠিক ভবিষ্যত গড়তে প্রথম পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনাকে উৎসাহিত করবে এই ভিডিও ৷

Network 18 ও HDFC Life এর তরফে নেওয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নিজের এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলকে ভোট দেওয়ায় উৎসাহিত করা ৷ #AajSawaaroApnaKal​

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আসুন শপথ করি ২০১৯ লোকসভা নির্বাচনে আমরা সবাই মতদান করব ৷ https://bengali.news18.com/​

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ভিডিও আপনাকে বোঝাবে কীভাবে প্রতিটা ভোট মূল্যবান ও তা বিরাট তফাৎ তৈরি করতে পারে